Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার বিদেশি কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াতে আসছে পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০

কানাডার বিদেশি কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াতে আসছে পরিবর্তন

কানাডার অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচি (Temporary Foreign Worker Program - TFWP) নিয়ে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী মার্ক কারনি। তিনি জানিয়েছেন, কর্মীদের অধিকার রক্ষা, নিয়োগকর্তাদের জবাবদিহিতা এবং কর্মপরিবেশের উন্নয়নে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

মন্ত্রী কারনি বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বিদেশি কর্মীরা শুধু শ্রমশক্তি নয়, সম্মানিত মানুষ হিসেবে বিবেচিত হবেন।” তিনি আরো জানান, কর্মসূচির দুর্বলতা দূর করতে এবং অপব্যবহার রোধে সরকার ইতোমধ্যে পর্যালোচনা শুরু করেছে।

বর্তমানে TFWP-এর আওতায় কানাডায় কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে হাজার হাজার বিদেশি কর্মী কাজ করছেন। তবে কর্মীদের অনেকেই অভিযোগ করেছেন, তারা কম মজুরি, অতিরিক্ত কাজ, আবাসন সংকট এবং কর্মস্থলে হয়রানির শিকার হচ্ছেন।

নতুন সংস্কারের আওতায় যেসব পরিবর্তন আসতে পারে:

- কর্মীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ

- নিয়োগকর্তাদের জন্য কঠোর লাইসেন্সিং ও মনিটরিং ব্যবস্থা

- কর্মীদের আবাসন ও জীবনমানের মানদণ্ড নির্ধারণ

- অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত ও আইনি সহায়তা

- কর্মীদের জন্য স্বাধীন অভিযোগ কেন্দ্র ও হেল্পলাইন

মন্ত্রী কারনি বলেন, “আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই, যেখানে কর্মীরা ভয় ছাড়া তাদের সমস্যা জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন।”

এই সংস্কার উদ্যোগে প্রাদেশিক সরকার, শ্রমিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং নিয়োগকর্তাদের সঙ্গে পরামর্শ করা হবে। সরকার আশা করছে, ২০২৬ সালের মধ্যে নতুন নীতিমালা কার্যকর করা যাবে।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ কানাডার অভিবাসন ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে। এটি শুধু কর্মীদের সুরক্ষা নয়, বরং দেশের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

TFWP নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছিল। এবার সরকার সরাসরি কর্মীদের অভিজ্ঞতা ও চাহিদার ভিত্তিতে পরিবর্তনের পথে হাঁটছে, যা অভিবাসন নীতিতে মানবিকতা ও ন্যায়ের প্রতিফলন ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: সিআইসি নিউজ

Logo