Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের H-1B ভিসা নীতিতে বড় পরিবর্তন, আবেদন ফি বাড়ছে ১ লাখ ডলার পর্যন্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১

যুক্তরাষ্ট্রের H-1B ভিসা নীতিতে বড় পরিবর্তন, আবেদন ফি বাড়ছে ১ লাখ ডলার পর্যন্ত

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ H-1B ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব অনুযায়ী, এই ভিসার আবেদন ফি বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত নির্ধারণ করা হতে পারে, যা আগে ছিল মাত্র কয়েক হাজার ডলারের মধ্যে।

এই পরিবর্তনের ফলে প্রযুক্তি, গবেষণা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য বড় বাধা তৈরি হতে পারে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, চীনসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আগত পেশাজীবীরা এই নীতির প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবেন।

প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীদের শুধু উচ্চ ফি নয় বরং আরো কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। এতে করে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী নিয়োগে কোম্পানিগুলোর খরচ ও জটিলতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, এই পরিবর্তনের লক্ষ্য হলো “যুক্তরাষ্ট্রের নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষা” এবং “বিদেশি কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ”। তবে প্রযুক্তি খাতের বিশ্লেষকরা বলছেন, এই নীতির ফলে গুগল, অ্যামাজন, মাইক্রোসফটসহ বড় বড় কোম্পানিগুলো দক্ষ কর্মী সংকটে পড়তে পারে।

বর্তমানে প্রতি বছর প্রায় ৮৫ হাজার H-1B ভিসা ইস্যু করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের জন্য বরাদ্দ থাকে। এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে তিন থেকে ছয় বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাওয়া যায়।

নতুন নীতির বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন অভিবাসন অধিকার সংগঠন ও প্রযুক্তি কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যপূর্ণ কর্মসংস্থান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, তবে অনুমোদন পেলে ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে। প্রবাসী পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন, যা ভবিষ্যতের কর্মজীবনে বড় প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo