Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে লাগবে ক্লিন ইমেজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে লাগবে ক্লিন ইমেজ

সিটিজেনশিপ পেতে পরীক্ষা পদ্ধতি আরো কঠিন করছে যুক্তরাষ্ট্র। সেই সাথে এখন থেকে সিটিজেনশিপ পেতে হলে ব্যক্তির থাকতে হবে ক্লিন হিস্ট্রি ও ইমেজ। 

গালফ নিউজ জানিয়েছে, সবচেয়ে কঠোর হয়েছে নৈতিকতা বা Good Moral Character যাচাই। শুধু অপরাধমুক্ত হওয়াই যথেষ্ট নয়, দেখাতে হবে আপনার সুশীল হওয়ার প্রমাণও। যেমন সমাজসেবা, পরিবারের দায়িত্বপালন, শিক্ষা ও কর পরিশোধ এসব কিছুই নির্ধারণ করবে আপনার চরিত্র। কোনো প্রকার নৈতিক পতন বা স্খলন সিটিজেনশিপ পাওয়ার পথে অন্তরায় হয়ে যেতে পারে। 

আমেরিকার নাগরিকত্ব চাইলে এখন আবেদনকারীদের অবশ্যই আমেরিকার ইতিহাস ও সরকার ব্যবস্থা সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ইংরেজি পড়া, লেখা ও বলার দক্ষতাও প্রমাণ করতে হবে। একই সঙ্গে প্রমাণ করতে হবে সিটিজেনশিপ প্রত্যাশী ব্যক্তিটি কখনো অনৈতিকভাবে ভোটাধিকার প্রয়োগ করেননি অথবা আমেরিকার নাগরিক হওয়ার চেষ্টায় ভুয়া তথ্য দেননি।

ফলে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাওয়ার পথে আছে, তাদের কঠোর নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কখনোই অপরাধ করা যাবে না, ভালো আচরণ, ইতিবাচক জীবনযাপন করতে হবে। সবখানে আইন মেনে চলার রেকর্ড রেখে যেতে হবে। কারণ এই নিয়ম আমেরিকায় ইতোমধ্যেই কার্যকর হয়ে গেছে। 

Logo