Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় পড়তে এসে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫

কানাডায় পড়তে এসে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

কানাডায় উচ্চশিক্ষা নিতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স) সুযোগ আরো সহজ হয়েছে। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রণালয় (IRCC) জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য এখন একাধিক অভিবাসন পথ উন্মুক্ত রয়েছে, যা তাদের পড়াশোনা শেষে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছে।

বর্তমানে কানাডায় প্রায় ১০ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন, যাদের বড় অংশই পড়াশোনা শেষে কর্মসংস্থান ও স্থায়ী বসবাসের সুযোগ খুঁজছেন। IRCC বলছে, শিক্ষার্থীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি, প্রোভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মতো পথগুলো ব্যবহার করে স্থায়ী বসবাসের আবেদন করা সম্ভব।

এক্সপ্রেস এন্ট্রি: এই পদ্ধতিতে আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, ভাষা দক্ষতা ও কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে Comprehensive Ranking System (CRS) স্কোর দেওয়া হয়। যারা কানাডায় পড়াশোনা করেছেন, তাদের জন্য CRS স্কোরে বাড়তি সুবিধা থাকে।

প্রোভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (PNP): প্রদেশভিত্তিক এই প্রোগ্রামে শিক্ষার্থীরা স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী মনোনয়ন পেতে পারেন। অনেক প্রদেশে কানাডায় পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য আলাদা স্ট্রিম চালু রয়েছে।

পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পার্মিট (PGWP): শিক্ষার্থীরা পড়াশোনা শেষে ৩ বছর পর্যন্ত কাজ করার অনুমতি পান। এই সময়ের অভিজ্ঞতা ভবিষ্যতে স্থায়ী বসবাসের আবেদনে সহায়ক হয়।

আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম: আটলান্টিক অঞ্চলের চারটি প্রদেশ- নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর, নোভা স্কোটিয়া এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের স্থায়ী বসবাসের সুযোগ দেয়।

IRCC জানিয়েছে, কানাডার অর্থনীতি ও জনসংখ্যা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই অভিবাসন নীতিতে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কানাডায় পড়তে আসা শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। পড়াশোনার পাশাপাশি কর্ম অভিজ্ঞতা অর্জন করে তারা সহজেই স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের উচিত প্রতিটি প্রোগ্রামের নিয়ম ও যোগ্যতা ভালোভাবে জেনে আবেদন করা।

তথ্যসূত্র: সিআইসি নিউজ

Logo