Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় নতুন ব্যবসা শুরু করতে চান?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

কানাডায় নতুন ব্যবসা শুরু করতে চান?

নতুন দেশে ব্যবসা শুরু করা যেমন রোমাঞ্চকর, তেমনি চ্যালেঞ্জিংও। কানাডায় নতুন অভিবাসীদের ছোট ব্যবসা শুরু করতে কিছু গুরুত্বপূর্ণ দিক জানা জরুরি; যেমন আইনি নিয়ম, পরিকল্পনা, অর্থায়ন ও কর সংক্রান্ত বিষয়।

ব্যবসায় বিনিয়োগের আগে নিশ্চিত করুন আপনি কানাডায় কাজ ও ব্যবসা পরিচালনার জন্য যোগ্য কিনা। আপনার অভিবাসন অবস্থান এবং পেশাগত লাইসেন্সিং প্রদেশভিত্তিক হতে পারে। সরকারি ওয়েবসাইটে এসব তথ্য বিস্তারিতভাবে পাওয়া যায়।

একটি সুস্পষ্ট ব্যবসা পরিকল্পনা আপনার ধারণাকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে। ব্যবসার কাঠামো (যেমন: একক মালিকানা, অংশীদারিত্ব বা কোম্পানি) নির্ধারণ করুন। প্রতিটি কাঠামোর আলাদা কর ও আইনি দায়বদ্ধতা রয়েছে। বাজার গবেষণা করে বুঝে নিন আপনার পণ্যের চাহিদা, প্রতিযোগিতা ও স্থানীয় পরিস্থিতি।

নতুন উদ্যোক্তাদের জন্য কানাডার স্টার্ট-আপ ভিসা প্রোগ্রাম রয়েছে, যা আপনাকে ভেঞ্চার ক্যাপিটাল, অ্যাঞ্জেল ইনভেস্টর বা ইনকিউবেটরের সঙ্গে যুক্ত করে ব্যবসা গড়তে সহায়তা করে।

পরিকল্পনার পর ব্যবসা নিবন্ধন করতে হবে ফেডারেল বা প্রাদেশিক পর্যায়ে। ব্যবসার ধরন অনুযায়ী লাইসেন্স বা পারমিট লাগতে পারে। আইনি পরামর্শ নেওয়া ভালো, বিশেষ করে চুক্তি, পেটেন্ট বা দায়বদ্ধতা সংক্রান্ত বিষয়ে।

ব্যবসা পরিচালনায় কর সংক্রান্ত দায়িত্ব রয়েছে। যেমন HST নিবন্ধন ও সংগ্রহ। কানাডা রেভিনিউ এজেন্সি ছোট ব্যবসার জন্য লিয়াঁজো অফিসার ইনিশিয়েটিভ চালু করেছে, যা কর বোঝাতে সহায়তা করে। কর্মী নিয়োগ করলে প্রাদেশিক শ্রম আইন অনুযায়ী বেতন, সময় ও নিরাপত্তা মানতে হবে।

আপনার ব্যবসা যদি আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত হয়, তাহলে অতিরিক্ত নিয়ম মানতে হবে। অর্থায়নের জন্য ব্যক্তিগত সঞ্চয়, ঋণ, পরিবার বা সরকারি অনুদান ব্যবহার করা যেতে পারে। TD ব্যাংক ফান্ডিকার মাধ্যমে সরকারি অর্থায়ন খুঁজে পেতে সহায়তা করে।

সবশেষে কানাডায় ব্যবসা শুরু করতে ধাপে ধাপে এগোলে আপনি আত্মবিশ্বাসী ও প্রস্তুত থাকবেন। দক্ষতা, পরিকল্পনা, নিবন্ধন, কর ও অর্থায়ন; এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নিলে আপনার উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

তথ্যসূত্র: সিআইসি নিউজ

Logo