চল্লিশোর্ধ চাকরিজীবীদের জন্য কানাডার নতুন সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩

কানাডা সরকার ২০২৬ সালের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য তিনটি নতুন পেশাগত ক্যাটাগরি চালুর প্রস্তাব দিয়েছে। এই ক্যাটাগরিগুলো হলো সিনিয়র ম্যানেজার, বিজ্ঞানী ও গবেষক এবং সামরিক বাহিনীর সদস্য। এসব পেশায় নিয়োজিত বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ সহজ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইমিগ্রেশন, রিফিউজি এবং সিটিজেনশিপ কানাডা (IRCC) এই প্রস্তাবগুলো জনমত যাচাইয়ের জন্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে। জনমত গ্রহণের সময়সীমা ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
নতুন তিন ক্যাটাগরি কী?
১. নেতৃত্ব (Leadership): এই ক্যাটাগরিতে সিনিয়র ম্যানেজারদের অন্তর্ভুক্ত করা হবে, যারা কোম্পানি বা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন এবং কর্মীদের নেতৃত্ব দেন। IRCC মনে করে, এই ধরনের দক্ষ নেতৃত্ব কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২. গবেষণা ও উদ্ভাবন (Research and Innovation): বিজ্ঞানী ও গবেষকদের অগ্রাধিকার দিয়ে এই ক্যাটাগরি চালুর চিন্তা করছে সরকার। গবেষণা ও উদ্ভাবন খাতে দক্ষ জনবল দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। যদিও কোন ধরনের গবেষক বা বিজ্ঞানীকে অগ্রাধিকার দেওয়া হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি।
৩. জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা (National Security and Defence): কানাডিয়ান আর্মড ফোর্সকে সহায়তা করতে মিত্র দেশগুলোর দক্ষ সামরিক সদস্যদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০২৬ সালের অন্যান্য সম্ভাব্য ক্যাটাগরি
২০২৫ সালের মতোই কিছু বিদ্যমান ক্যাটাগরি ২০২৬ সালেও বহাল থাকতে পারে। যেমন-
ফ্রাঙ্কোফোন অভিবাসন: কানাডার ২০২৫-২০২৭ অভিবাসন পরিকল্পনায় কুইবেক ছাড়া অন্যান্য অঞ্চলে ফরাসিভাষী অভিবাসীদের সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে। ২০২৫ সালে ৮.৫%, ২০২৬ সালে ৯.৫% এবং ২০২৭ সালে ১০% ফরাসিভাষী স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘমেয়াদি শ্রম সংকটপূর্ণ খাত: স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষা, কৃষি ও STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) খাতে দক্ষ জনবল ঘাটতি পূরণে এই ক্যাটাগরিগুলো অগ্রাধিকার পাবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর প্রভাব
এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি পরিবর্তনের ফলে পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (PGWP) এর যোগ্যতা নির্ধারণেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে ১১৯টি শিক্ষাক্ষেত্র PGWP-এর জন্য অনুমোদিত, যেখানে ১৭৮টি ক্ষেত্র বাদ দেওয়া হয়েছে। ২০২৬ সালের শুরুতে নতুন তালিকা প্রকাশ করবে IRCC।
এক্সপ্রেস এন্ট্রি কীভাবে কাজ করে?
২০২৩ সালে চালু হওয়া ক্যাটাগরিভিত্তিক নির্বাচন পদ্ধতিতে নির্দিষ্ট দক্ষতা বা ভাষাজ্ঞানসম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়। সাধারণত এই ক্যাটাগরির জন্য CRS স্কোর কম হয়, ফলে যোগ্য আবেদনকারীরা সহজেই Invitation to Apply (ITA) পান।
এই প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে কানাডার অভিবাসন ব্যবস্থায় আরো লক্ষ্যভিত্তিক ও দক্ষতানির্ভর নির্বাচন সম্ভব হবে, যা দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে
তথ্যসূত্র: সিআইসি নিউজ