শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে আইসল্যান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬

২০২৫ সালের গ্লোবাল পিস ইনডেক্স (GPI) অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আবারো শীর্ষে রয়েছে আইসল্যান্ড। অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP) প্রকাশিত এই প্রতিবেদনে ১৬৩টি দেশের মধ্যে শান্তি, নিরাপত্তা, সংঘাত এবং সামরিক ব্যয়ের ভিত্তিতে র্যাংকিং নির্ধারণ করা হয়েছে। তালিকার শীর্ষ ৫ শান্তিপূর্ণ দেশ হলো-
১. আইসল্যান্ড: ২০০৮ সাল থেকে টানা শান্তির শীর্ষে থাকা দেশটি এবারো প্রথম স্থান ধরে রেখেছে। অপরাধের হার অত্যন্ত কম, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তা আইসল্যান্ডকে শান্তির প্রতীক করে তুলেছে।
২. ডেনমার্ক: উন্নত সামাজিক কল্যাণ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং কম সামরিক ব্যয়ের কারণে ডেনমার্ক দ্বিতীয় স্থানে রয়েছে। অভ্যন্তরীণ সংঘাত বা সন্ত্রাসের ঝুঁকি প্রায় নেই বললেই চলে।
৩. আয়ারল্যান্ড: রাজনৈতিক সহনশীলতা, কম অপরাধ এবং আন্তর্জাতিক শান্তি উদ্যোগে সক্রিয় ভূমিকার কারণে আয়ারল্যান্ড তৃতীয় স্থানে উঠে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির শান্তিপূর্ণ অবস্থান আরো সুসংহত হয়েছে।
৪. নিউজিল্যান্ড: প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নিউজিল্যান্ড শান্তিপূর্ণ সমাজ, মানবাধিকার রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় অগ্রগামী। সামরিক ব্যয়ও তুলনামূলকভাবে কম, যা শান্তির সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে।
৫. অস্ট্রিয়া: ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত অস্ট্রিয়া রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ শহর এবং শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য পঞ্চম স্থানে রয়েছে।
২০২৫ সালের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্ব শান্তির গড় সূচক সামান্য অবনতি হয়েছে। ৯০টির বেশি দেশে সংঘাত, রাজনৈতিক অস্থিরতা বা সন্ত্রাসবাদের প্রভাব বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অঞ্চলে শান্তির অবস্থা উদ্বেগজনক।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তান শান্তির সূচকে পিছিয়ে রয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, সীমান্ত সংঘাত এবং সন্ত্রাসবাদের ঝুঁকি এই অঞ্চলের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বল করেছে।
এই প্রতিবেদনের মাধ্যমে বিশ্ব নেতাদের কাছে শান্তি রক্ষায় কার্যকর নীতিমালা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষার গুরুত্ব আবারো প্রমাণিত হলো।
তথ্যসূত্র: ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রতিবেদন