ট্রাম্পের সাত মাসে প্রায় দুই লাখ অভিবাসী বিতাড়ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মাত্র সাত মাসেই যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই লাখ অভিবাসীকে বের করে দিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে সিএনএন এই তথ্য জানিয়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় বসার পর আইসিই ও অন্যান্য সংস্থা অভিবাসনবিরোধী অভিযান জোরদার করে। যদিও প্রশাসনের ঘোষিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে আইসিই। তবুও গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বেশি অভিবাসী বিতাড়নের রেকর্ড বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আইসিই সরাসরি বিতাড়নের পাশাপাশি কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP), কোস্ট গার্ড এবং স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগকারী অভিবাসীদেরও নথিভুক্ত করছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে, যার মধ্যে দুই লাখের মতো সরাসরি আইসিইর মাধ্যমে বিতাড়িত।
২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আইসিই ৭১ হাজার ৪০০ জন অভিবাসীকে বিতাড়নের তথ্য নথিভুক্ত করে। এই সংখ্যা যুক্ত করলে ২০২৫ অর্থবছরে (যার শেষ সেপ্টেম্বর) আইসিইর মোট বিতাড়ন সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
তুলনামূলকভাবে, ২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে আইসিই প্রায় ৩ লাখ ১৬ হাজার অভিবাসীকে বিতাড়ন করেছিল। ট্রাম্প প্রশাসনের বর্তমান নীতিমালা সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে।
এই বিতাড়ন নীতির সমালোচকরা বলছেন, এতে পরিবার বিচ্ছিন্নতা, মানবাধিকার লঙ্ঘন এবং অভিবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। তবে ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণকে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার সুরক্ষার অংশ হিসেবে দেখছে।
তথ্যসূত্র: সিএনএন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট