Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের 'দ্রুত বিতাড়ন' নীতি স্থগিত করল আদালত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের 'দ্রুত বিতাড়ন' নীতি স্থগিত করল আদালত

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আদালতের শুনানি ছাড়াই 'দ্রুত অপসারণ' প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানোর ট্রাম্প প্রশাসনের উদ্যোগে বাধা দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। ৩১ আগস্ট প্রকাশিত রায়ে মার্কিন ডিস্ট্রিক্ট জজ জিয়া কব এই বিতর্কিত নীতির সম্প্রসারণ স্থগিত করেন, যা অভিবাসন নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

'দ্রুত অপসারণ' নীতিটি আগে শুধু মেক্সিকো সীমান্তে সদ্য আটক অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন এটি পুরো যুক্তরাষ্ট্রজুড়ে প্রয়োগ শুরু করে। নতুন নীতিমালায় দুই বছর পর্যন্ত অবস্থানকারী অভিবাসীদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়, যা মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে।

বিচারক জিয়া কব তার ৪৮ পৃষ্ঠার রায়ে বলেন, এই নীতির ফলে বহু অভিবাসী যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বহিষ্কৃত হতে পারেন। এমনকি যারা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এবং বৈধতা প্রমাণ করতে সক্ষম, তারাও ভুলভাবে বিতাড়নের শিকার হতে পারেন।

তিনি আরো বলেন, "সরকার যাদের দ্রুত অপসারণের আওতায় আনতে চাইছে, তাদের অনেকে সীমান্তে আটক হননি, বরং অনেক আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। ফলে তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রয়োগ করা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।"

এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কড়াকড়ি বাস্তবায়নে বড় বাধা সৃষ্টি হলো। মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে 'অভিবাসীদের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ বিজয়' হিসেবে দেখছে।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায় অভিবাসন নীতিতে আরো আইনি চ্যালেঞ্জের পথ খুলে দিতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

Logo