যুক্তরাষ্ট্র শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ কমাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:১৩

ট্রাম্প প্রশাসন আবারো অভিবাসন নীতিতে কঠোরতা আনছে। এবার আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের কার্যকরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ জরুরি।
বর্তমানে এফ (F), জে (J) এবং আই (I) ভিসাগুলো সংশ্লিষ্ট কর্মসূচি বা নিয়োগের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে। নতুন নিয়মে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত সীমিত থাকবে। সাংবাদিকদের জন্য আই ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন নির্ধারণ করা হবে, তবে চীনা নাগরিকদের ক্ষেত্রে তা ৯০ দিন পর্যন্ত সীমিত থাকবে। মেয়াদ শেষ হলে নতুন করে আবেদন করতে হবে।
২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ শিক্ষার্থী, ৩ লাখ ৫৫ হাজার বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং ১৩ হাজার সাংবাদিক প্রবেশ করেছেন। প্রশাসনের মতে, এত বিপুল সংখ্যক ভিসাধারীর কার্যক্রম পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।
এই প্রস্তাব নিয়ে জনমত গ্রহণের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে অভিবাসন ও শিক্ষাবিষয়ক সংগঠনগুলো ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। ২০২০ সালে ট্রাম্প প্রশাসন অনুরূপ একটি প্রস্তাব দিয়েছিল, যা এনএফএসএসহ বিভিন্ন সংগঠনের বিরোধিতার মুখে পড়ে। পরে বাইডেন প্রশাসন সেটি বাতিল করে।
২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসন ব্যবস্থায় নজরদারি আরো জোরদার করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আদর্শিক অবস্থানকে কেন্দ্র করে তাদের ভিসা ও গ্রিনকার্ড বাতিলের ঘটনাও ঘটেছে। পাশাপাশি নাগরিকত্বের আবেদনকারীদের আবাসন, নৈতিকতা এবং মূল্যবোধ যাচাইয়ের জন্য পরিদর্শন পুনরায় শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স