যুক্তরাষ্ট্রে ভিসা-গ্রিনকার্ড নীতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:১২

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে এইচ-ওয়ান বি (H-1B) ভিসা এবং গ্রিনকার্ড ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।
লুটনিক বলেন, বর্তমান এইচ-ওয়ান বি ভিসা ব্যবস্থা বিদেশি কর্মীদের বেশি সুবিধা দিচ্ছে, যা মার্কিন নাগরিকদের জন্য প্রতিযোগিতামূলক নয়। দীর্ঘদিন ধরে বড় বড় প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিয়ে আসছে। এখন সময় এসেছে মার্কিন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভিসা ব্যবস্থায় যেসব পরিবর্তন আসছে তার মধ্যে অন্যতম হলো— বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করা। এর পরিবর্তে উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এইচ-ওয়ান বি ভিসাকে মজুরিভিত্তিক ভিসা ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে, যাতে দক্ষ ও উচ্চ বেতনের কর্মীরা বেশি সুযোগ পান।
বর্তমানে একজন মার্কিন নাগরিকের গড় বাৎসরিক আয় প্রায় ৭৫ হাজার ডলার, যেখানে গ্রিনকার্ডধারী বিদেশি কর্মীদের আয় গড়ে ৬৬ হাজার ডলার। নতুন নীতিতে যুক্তরাষ্ট্র চাইছে বিশ্বের সবচেয়ে মেধাবী ও দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে। এ জন্য এইচ-ওয়ান বি ভিসাকে ‘গোল্ডেন কার্ড’ হিসেবে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনে গ্রিনকার্ডের জন্য আবেদন করতে হলে আগে অবশ্যই এইচ-ওয়ান বি ভিসা থাকতে হয়। ফলে এই নীতিগত পরিবর্তন ভারতীয়দের ওপর বড় প্রভাব ফেলতে পারে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে এইচ-ওয়ান বি ভিসাধারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই ভারতীয় নাগরিক।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন অভিবাসন ব্যবস্থাকে আরো প্রতিযোগিতামূলক ও দক্ষতাভিত্তিক করে তুলবে। তবে এতে মধ্যম বা নিম্ন আয়ের আবেদনকারীদের সুযোগ কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এই পরিবর্তন বৈশ্বিক শ্রমবাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন