Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার মন্ট্রিয়লে শুরু হচ্ছে ৩৯তম ফোবানা সম্মেলন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৫

কানাডার মন্ট্রিয়লে শুরু হচ্ছে ৩৯তম ফোবানা সম্মেলন

উত্তর আমেরিকার সবচেয়ে বড় প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক আয়োজন ৩৯তম ফোবানা সম্মেলন ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে কানাডার মন্ট্রিয়লে। ডাউনটাউনের ব্যস্ততম প্লাজায় আয়োজিত দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে অংশ নিচ্ছেন শতাধিক শিল্পী, অভিনেতা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। আয়োজকদের প্রত্যাশা, মন্ট্রিয়ল রূপ নেবে এক টুকরো “মিনি বাংলাদেশে”।

গত দুবারের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার আরো বৃহৎ পরিসরে ফোবানা অনুষ্ঠিত হচ্ছে। শহরের কেন্দ্রীয় ভেন্যু, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং প্রবাসীদের ব্যাপক আগ্রহের কারণে বিপুল সমাগমের আশা করা হচ্ছে। ইতোমধ্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সলিডারিটির নেতৃত্বে সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়া ও সাংবাদিক ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করছে ঐক্যবদ্ধভাবে। ২৮ ও ২৯ আগস্ট থেকেই অতিথি ও শিল্পীদের আগমন শুরু হবে।

মিডিয়া জগতেও দেখা গেছে বিরল সংহতি। প্রবীণ সাংবাদিক রুমু ইসলামের নেতৃত্বে প্রবাসী সাংবাদিকরা একত্রে সংবাদ পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন। সম্মেলনে থাকছে নাচ, গান, আবৃত্তি, নাটক, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, ইয়ুথ ফোরাম ও ফোবানা স্কলারশিপ।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সেমিনার, যেখানে অণুজীববিজ্ঞানী ড. শোয়েব সাঈদের নেতৃত্বে শিক্ষাবিদ-গবেষকরা আলোচনা করবেন কানাডা-আমেরিকা বাণিজ্য যুদ্ধ, বৈশ্বিক রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ, প্রযুক্তি, পরিবেশ ও প্রবাসে তরুণদের ভূমিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হবে বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত, প্রায় ৪০ জন শিল্পীর অংশগ্রহণে। কালচারাল ডিরেক্টর শামসাদ রানা জানিয়েছেন, “এমন বর্ণাঢ্য উদ্বোধন ফোবানার ইতিহাসে প্রথম”।

২৯ আগস্ট শুক্রবার গালা ডিনার অনুষ্ঠিত হবে আমন্ত্রিত অতিথিদের জন্য। ৩০ ও ৩১ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

প্রবেশ টিকিট: ভিভিআইপি ১৫০ ডলার, ভিআইপি ৭০ ডলার ও সাধারণ ৪০ ডলার। পাশাপাশি থাকবে প্রদর্শনী স্টল ও দোকানপাট।

তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Logo