Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো বন্ধ ২৫ দেশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪১

যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো বন্ধ ২৫ দেশের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্ক নীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো স্থগিত করেছে ২৫টি দেশ। জাতিসংঘের ডাক সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) ২৬ আগস্ট জানিয়েছে, এসব দেশের ডাক বিভাগ ট্রানজিট সেবা সংক্রান্ত অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রগামী ডাকসেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, আগামী ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ছোট প্যাকেজের ওপর কর অব্যাহতি বাতিল করা হবে। ফলে ফ্রান্স, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের ডাক বিভাগ একের পর এক যুক্তরাষ্ট্রগামী পার্সেল গ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছে।

ইউপিইউ এক বিবৃতিতে জানিয়েছে, “এই স্থগিতাদেশ বহাল থাকবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের ঘোষিত পদক্ষেপ কার্যকর করার পদ্ধতি স্পষ্ট করে এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন শুরু করে।”

অস্ট্রেলিয়া পোস্টও একই দিন জানিয়েছে, পরিস্থিতি জটিল ও দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোতে পাঠানো অধিকাংশ পণ্য সাময়িকভাবে গ্রহণ করা হবে না। তবে ১০০ মার্কিন ডলারের কম মূল্যের উপহার, চিঠি ও নথি এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে।

এই পদক্ষেপ আন্তর্জাতিক ডাক আদান-প্রদানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ই-কমার্স ও ব্যক্তিগত পার্সেল আদান-প্রদানে যুক্ত থাকা ব্যবসা ও প্রবাসীদের জন্য এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ হলেও এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ইউপিইউ ও সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo