এয়ার কানাডার ধর্মঘট প্রত্যাহার, পুনরায় চালু হচ্ছে ফ্লাইট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৯

বেতন বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিন ধরে চলা ধর্মঘটের অবসান ঘটিয়েছে এয়ার কানাডার কেবিন ক্রুরা। ধর্মঘট প্রত্যাহারের ফলে ১৯ আগস্ট রাত থেকে পুনরায় ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে এয়ার কানাডা কর্তৃপক্ষ।
ধর্মঘটরত প্রায় ১০ হাজার কেবিন ক্রুর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (CUPE) জানিয়েছে, এয়ার কানাডার সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তিতে পৌঁছানো গেছে। যদিও চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, সংগঠনটি একে “রূপান্তরমূলক পরিবর্তন” হিসেবে উল্লেখ করেছে। এখন এটি সদস্যদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
ধর্মঘট শুরু হয়েছিল গত ১৬ আগস্ট রাত ১২টা ৫৮ মিনিটে। এর ফলে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত হয়ে যায়, বিপাকে পড়েন লাখো যাত্রী। কানাডার শিল্প সম্পর্ক বোর্ড ধর্মঘটকে ‘বেআইনি’ ঘোষণা করে ১৮ আগস্ট কেবিন ক্রুদের কাজে ফেরার নির্দেশ দেয়, যা তারা প্রত্যাখ্যান করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার সরকার অনুমোদিত মধ্যস্থতাকারীর সহায়তায় দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। মাত্র ৯ ঘণ্টার আলোচনার মধ্যেই সমঝোতার ভিত্তি তৈরি হয়।
CUPE এক বিবৃতিতে জানিয়েছে, “অবৈতনিক কাজের যুগ শেষ হলো”। সংগঠনটি সদস্যদের প্রতি ফ্লাইট পুনরায় চালুর পর পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কেবিন ক্রুরা এতদিন শুধু উড়োজাহাজ চলাচলের সময়ের জন্য পারিশ্রমিক পেতেন। যাত্রী ওঠানো, ফ্লাইট প্রস্তুতি ও অন্যান্য সহায়ক সময়ের জন্য কোনো বেতন দেওয়া হতো না। এই সময়ের জন্যও পারিশ্রমিক দাবিই ছিল ধর্মঘটের মূল কারণ।
এয়ার কানাডা কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠন উভয়েই আশাবাদী, এই চুক্তি কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীসেবা স্বাভাবিক হবে।
তথ্যসূত্র: দৈনিক সমকাল