‘আমেরিকাবিরোধী’ মনোভাব থাকলেই বাতিল হতে পারে মার্কিন ভিসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৬
যুক্তরাষ্ট্রে অভিবাসন বা কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন এক কঠোর নীতিমালা চালু করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমেরিকাবিরোধী’ মনোভাব প্রকাশ করলে ভিসা বাতিলের ঝুঁকি তৈরি হবে বলে জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (USCIS)। ২০ আগস্ট সিএনএন এ তথ্য প্রকাশ করে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীদের যদি সন্ত্রাসী সংগঠন, ইহুদিবিদ্বেষী কার্যক্রম বা মার্কিন সরকারবিরোধী মতাদর্শের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে, তাহলে তাদের ভিসা আবেদন বাতিল করা হবে। যদিও ‘আমেরিকাবিরোধী’ মনোভাবের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি, USCIS ১৯৫২ সালের অভিবাসন ও জাতীয়তা আইনের (INA) কিছু ধারা উল্লেখ করেছে, যেখানে সমাজতন্ত্র, সহিংস বিপ্লব বা সরকার উৎখাতের পক্ষে মতপ্রকাশকে ‘বিরোধী’ হিসেবে বিবেচনা করা হয়।
এই নীতির আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মতামত, পোস্ট, শেয়ার বা মন্তব্যও পর্যালোচনার আওতায় আসবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অস্পষ্ট সংজ্ঞার কারণে রাজনৈতিক মতপ্রকাশ বা সমালোচনাও ভিসা বাতিলের কারণ হতে পারে।
হিউস্টনের অভিবাসন আইনজীবী স্টিভেন ব্রাউন বলেন, “মার্কিন মূল্যবোধের সংজ্ঞা যে যার মতো করে দেয়। আইনে এর স্পষ্ট ব্যাখ্যা নেই”। সমাজবিজ্ঞানী লিলি লোপেজ বলেন, “এই নীতির ফলে কর্মকর্তারা একপক্ষীয়ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, যা উদ্বেগজনক”।
ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে। USCIS-এর মুখপাত্র ম্যাথু ট্রাগেসার বলেন, “যারা আমেরিকাকে ঘৃণা করে, তাদের আমেরিকার সুফল ভোগ করতে দেওয়া উচিত নয়।"
তথ্যসূত্র: সিএনএন
logo-1-1740906910.png)