Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ছয় হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৩:৩১

ছয় হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্র ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করে দিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব শিক্ষার্থী আইন ভেঙেছে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় দেশটিতে অবস্থান করছিল। 

ভিসা বাতিলের তালিকায় এমন একটি ক্ষুদ্র সংখ্যালঘু গ্রুপ আছে, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে বলে অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন। তবে সেটি কোন দেশের সস্ত্রাসবাদ বিষয়ে সমর্থন দিয়েছে, তা জানানো হয়নি। তবে গাজায় যুদ্ধ বন্ধে যে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সে বিষয়টি আরো আলোচনায় এসেছে। 

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আগেই বলেছিলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং গাজা যুদ্ধে ইসরায়েলের আচরণের সমালোচনা করার কারণে শিক্ষার্থী ভিসা এবং গ্রিন কার্ডধারীদের দেশত্যাগের সম্ভাবনা রয়েছে। তারা তাদের কর্মকাণ্ডকে মার্কিন পররাষ্ট্রনীতির জন্য হুমকি বলে অভিহিত করেছেন। 

৪ হাজার ভিসা বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, ভিসাধারীরা দেশটির আইন ভেঙেছেন, মদপান ও মাদক সেবন করে গাড়ি চালিয়েছেন এবং চুরি করে ধরা পড়েছেন। 

রয়টার্সের দেওয়া খবরে আরো বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসন দমনের অংশ হিসেবে ছাত্র ভিসার প্রতি বিশেষভাবে কঠোর অবস্থান নিয়েছে। সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই কঠোর করেছে এবং স্ক্রিনিংও বৃদ্ধি করেছে।  

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, বিদেশে মার্কিন কূটনীতিকদের জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুভাবাপন্ন এবং রাজনৈতিক সক্রিয়তার ইতিহাস রয়েছে এমন যে কোনো আবেদনকারীর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

Logo