Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কোস্টারিকার ডিজিটাল নোম্যাড ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৭

কোস্টারিকার ডিজিটাল নোম্যাড ভিসা

কোস্টারিকা সম্প্রতি চালু করেছে ‘ডিজিটাল নোম্যাড ভিসা’। এ ভিসা প্রক্রিয়ায় দেশটি বিশ্বের বিভিন্ন দেশের রিমোট কর্মীদের জন্য এক বছর পর্যন্ত বসবাস ও কাজ করার সুযোগ দিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দেশটি পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি বৈশ্বিক পেশাজীবীদের আকৃষ্ট করতে চায়।

এই ভিসার জন্য আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তারা বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। একক আবেদনকারীর মাসিক আয় কমপক্ষে ৩,০০০ মার্কিন ডলার এবং পরিবারের সদস্যসহ আবেদন করলে আয় হতে হবে ৪ হাজার ডলার। আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, অপরাধমুক্ত সনদ এবং পুরো মেয়াদের জন্য স্বাস্থ্যবীমা থাকতে হবে। আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা যায় এবং অনুমোদন পেতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

এই ভিসা চালুর ফলে কোস্টারিকায় দীর্ঘমেয়াদি পর্যটক ও কর্মীদের সংখ্যা বাড়বে, যা স্থানীয় হোটেল, পরিবহন, রেস্টুরেন্ট ও অন্যান্য পরিষেবা খাতে চাহিদা বাড়াবে। এতে স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, উষ্ণ আবহাওয়া ও কম খরচের জীবনযাত্রা রিমোট কর্মীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়।

ভিসাধারীরা কোস্টারিকায় আয়কর থেকে অব্যাহতি পাবেন এবং স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনীয় প্রযুক্তি পণ্য শুল্কমুক্তভাবে আনতে পারবেন।

এই ভিসা প্রোগ্রাম কোস্টারিকার অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বৈশ্বিক পেশাজীবীদের আগমনে দেশটিতে নতুন নেটওয়ার্ক, উদ্ভাবন ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি হবে।

তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড

Logo