Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় অভিবাসী শ্রমিকদের শোষণ ও অনিশ্চিত জীবন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:১২

কানাডায় অভিবাসী শ্রমিকদের শোষণ ও অনিশ্চিত জীবন

কানাডায় কাজ করতে আসা অভিবাসী শ্রমিকরা এখন শোষণ ও অনিশ্চয়তার শিকার। ইমিগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (IWC-CTI)-এর প্রতিবেদন বলছে, রাজনৈতিক নেতারা অভিবাসনকে অপরাধের সঙ্গে মিলিয়ে দেখাচ্ছেন, যা শ্রমিকদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করছে।

কুইবেকের এক রাজনীতিক সম্প্রতি বলেছেন, অভিবাসনই অপরাধ বৃদ্ধির কারণ। কিন্তু গবেষণা বলছে, অভিবাসীরা অপরাধে জড়ায় না বরং তাদের বসবাসের এলাকায় অপরাধের হার কম থাকে।

২০২৪ সালে কোভিড-পরবর্তী শ্রমিক সংকট মোকাবিলায় কানাডা সরকার বিদেশি শ্রমিক আনার নিয়ম সহজ করে। কিন্তু ২০২৫ সালে হঠাৎ করে সেই নিয়ম কঠোর করে দেওয়া হয়, ফলে অনেক শ্রমিক চাকরি হারিয়ে ফেলে এবং দেশে ফেরার উপায়ও পায় না।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কুইবেকের ২৩ জন ব্যবসায়ী সরকারকে ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। তাদের অভিযোগ, শ্রমিক না পাওয়ায় ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে।

IWC-CTI বলছে, অভিবাসন এখন রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে। নেতারা জনপ্রিয়তা বাড়াতে অভিবাসীদের দোষারোপ করছেন, অথচ এই শ্রমিকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, অভিবাসীদের আটক রাখা, আইনি সহায়তা ছাড়া বহিষ্কার করা মানবাধিকারের লঙ্ঘন। এসব সিদ্ধান্ত শুধু অভিবাসীদের নয়, সমাজের প্রান্তিক মানুষদেরও ঝুঁকিতে ফেলছে।

IWC-CTI-এর আহ্বান, অভিবাসনকে ভয় নয়, মানবতা ও ন্যায়ের চোখে দেখতে হবে।

তথ্যসূত্র: Immigrant Workers Centre (IWC-CTI)

Logo