Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী হ্রাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:০৭

যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী হ্রাস

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো আসন্ন শরতে প্রায় ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী হারাতে পারে, যা দেশটির উচ্চশিক্ষা ও অর্থনীতিতে ৭০০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। গবেষণা বলছে, এতে ৬০ হাজারের বেশি চাকরি হুমকির মুখে পড়তে পারে এবং ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কসহ একাধিক অঙ্গরাজ্য বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।

ভিসানীতির পরিবর্তন ও রাজনৈতিক প্রভাব এই সংকটের মূল কারণ হিসেবে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসানীতি, নির্বাহী আদেশ ও সোশ্যাল মিডিয়া যাচাইয়ের বিধানকে দায়ী করা হয়েছে। মে-জুনে শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকার স্থগিত থাকায় ভারত, চীন, নাইজেরিয়া ও জাপান থেকে শিক্ষার্থী প্রবেশ প্রায় বন্ধ ছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত F-1 ভিসা ইস্যু ২২ শতাংশ কমেছে এবং জুনে তা আরো কমার আশঙ্কা রয়েছে।

অঙ্গরাজ্যভিত্তিক ক্ষতির চিত্র

- ক্যালিফোর্নিয়া: ক্ষতি ১ বিলিয়ন ডলারের বেশি

- নিউ ইয়র্ক: প্রায় সমপরিমাণ ক্ষতি

- টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয়, ওহিওসহ আরো কয়েকটি রাজ্যে ২০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হতে পারে

শিক্ষা ও গবেষণায় প্রভাব আন্তর্জাতিক শিক্ষার্থীরা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব, গবেষণা ও বৈচিত্র্যময় ক্যাম্পাস সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের অনুপস্থিতিতে বাজেট ঘাটতি, গবেষণার মান হ্রাস এবং স্থানীয় অর্থনীতিতে ব্যয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভবিষ্যৎ সতর্কতা এনএএফএসএর প্রতিবেদন অনুযায়ী, যদি দ্রুত ভিসানীতির সমাধান না হয়, তাহলে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo