যুক্তরাষ্ট্রে ফ্যামিলি মাইগ্রেশনের নতুন নিয়ম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:০৯

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) পারিবারিক ভিত্তিক অভিবাসন আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালার নির্দেশনা জারি করেছে। ইউএসসিআইএসের পলিসি ম্যানুয়ালে অন্তর্ভুক্ত এই নির্দেশনা ফাইলিং, সাক্ষাৎকার, যোগ্যতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরো সুসংগঠিত করবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভুয়া বা অযৌক্তিক আবেদন পারিবারিক অভিবাসন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং পরিবারের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। তাই ইউএসসিআইএস এখন বৈধ ও সত্যিকারের পারিবারিক সম্পর্ক যাচাইয়ে কঠোর স্ক্রিনিং ও ভেটিং প্রক্রিয়া চালু করছে, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে। নতুন নির্দেশনার মূল বিষয়গুলো: - Form I-130 আবেদনপত্রের জন্য বিদ্যমান যোগ্যতা ও ডকুমেন্টেশন সংক্রান্ত নির্দেশনা একত্রিত করা হয়েছে। - একাধিক বা সম্পর্কিত আবেদন একসঙ্গে জমা দিলে সেগুলোর বিচারপ্রক্রিয়া কীভাবে হবে তা ব্যাখ্যা করা হয়েছে। - বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, সামরিক সদস্য বা সরকারি কর্মীদের জন্য DOS-এর মাধ্যমে সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ ব্যাখ্যা করা হয়েছে। - ভিসা সেন্টারে আবেদন পাঠানোর নিয়ম এবং স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টে অযোগ্যতা থাকলে কীভাবে ইউএসসিআইএস ব্যবস্থা নেবে তা স্পষ্ট করা হয়েছে। - সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা ও আবেদনকারী যদি অপসারণযোগ্য হন, তাহলে Notice to Appear (NTA) জারি করার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। - এই নির্দেশনা প্রকাশের দিন থেকেই কার্যকর এবং পেন্ডিং ও নতুন আবেদন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ গ্রিনকার্ড আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে, তবে আবেদনকারীদের জন্য বাড়তি যাচাই ও সময়ের প্রয়োজন হতে পারে। তথ্যসূত্র: USCIS
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) পারিবারিক ভিত্তিক অভিবাসন আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালার নির্দেশনা জারি করেছে। ইউএসসিআইএসের পলিসি ম্যানুয়ালে অন্তর্ভুক্ত এই নির্দেশনা ফাইলিং, সাক্ষাৎকার, যোগ্যতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরো সুসংগঠিত করবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভুয়া বা অযৌক্তিক আবেদন পারিবারিক অভিবাসন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং পরিবারের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। তাই ইউএসসিআইএস এখন বৈধ ও সত্যিকারের পারিবারিক সম্পর্ক যাচাইয়ে কঠোর স্ক্রিনিং ও ভেটিং প্রক্রিয়া চালু করছে, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে।
নতুন নির্দেশনার মূল বিষয়গুলো:
- Form I-130 আবেদনপত্রের জন্য বিদ্যমান যোগ্যতা ও ডকুমেন্টেশন সংক্রান্ত নির্দেশনা একত্রিত করা হয়েছে।
- একাধিক বা সম্পর্কিত আবেদন একসঙ্গে জমা দিলে সেগুলোর বিচারপ্রক্রিয়া কীভাবে হবে তা ব্যাখ্যা করা হয়েছে।
- বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, সামরিক সদস্য বা সরকারি কর্মীদের জন্য DOS-এর মাধ্যমে সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ ব্যাখ্যা করা হয়েছে।
- ভিসা সেন্টারে আবেদন পাঠানোর নিয়ম এবং স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টে অযোগ্যতা থাকলে কীভাবে ইউএসসিআইএস ব্যবস্থা নেবে তা স্পষ্ট করা হয়েছে।
- সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা ও আবেদনকারী যদি অপসারণযোগ্য হন, তাহলে Notice to Appear (NTA) জারি করার সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
- এই নির্দেশনা প্রকাশের দিন থেকেই কার্যকর এবং পেন্ডিং ও নতুন আবেদন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ গ্রিনকার্ড আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে, তবে আবেদনকারীদের জন্য বাড়তি যাচাই ও সময়ের প্রয়োজন হতে পারে।
তথ্যসূত্র: USCIS