যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসায় ১৫ হাজার ডলারের জামানতের নতুন নিয়ম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:৫৮

যুক্তরাষ্ট্র সরকার পর্যটন ও ব্যবসায়িক ভিসার আবেদনকারীদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলারের জামানত নির্ধারণ করতে যাচ্ছে, যা আগামী ২০ আগস্ট থেকে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে চালু হবে। এই পদক্ষেপের লক্ষ্য- ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের সংখ্যা কমানো।
এই নতুন “ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম” অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তারা এমন দেশগুলোর নাগরিকদের ওপর জামানত আরোপ করতে পারবেন, যেসব দেশে ভিসা ওভারস্টের হার বেশি অথবা পর্যাপ্ত স্ক্রিনিং ও যাচাইয়ের তথ্য নেই। জামানতের পরিমাণ হবে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার, তবে সাধারণত কমপক্ষে ১০ হাজার ডলার নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
যদি আবেদনকারী ভিসার শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে জামানতের অর্থ ফেরত দেওয়া হবে। তবে যারা নিয়ম লঙ্ঘন করবেন, তাদের ক্ষেত্রে অর্থ বাজেয়াপ্ত হতে পারে।
এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশি সরকারগুলোকে আরো কার্যকর স্ক্রিনিং ও নাগরিক যাচাইয়ের ব্যবস্থা নিতে উৎসাহিত করতে চায়। একই সঙ্গে নাগরিকত্ব বিনিয়োগের মাধ্যমে অর্জনকারী ব্যক্তিদের যাচাই এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কূটনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যও রয়েছে।
২০২০ সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি পাইলট প্রোগ্রাম চালু করেছিল, তবে কোভিড-১৯ মহামারির কারণে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এবারকার উদ্যোগে প্রায় ২ হাজার আবেদনকারী প্রভাবিত হতে পারেন, যাদের বেশির ভাগই কম ভ্রমণকারী দেশ থেকে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স