Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

আমেরিকায় গ্রিনকার্ড আবেদনে নতুন নিয়ম

স্পন্সরশিপ আবেদনে গরমিল পেলে থাকবে বহিষ্কারের ঝুঁকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:৫৪

স্পন্সরশিপ আবেদনে গরমিল পেলে থাকবে বহিষ্কারের ঝুঁকি

আমেরিকায় দম্পতিদের গ্রিনকার্ড পাওয়া নিয়ে নতুন নিয়ম, কঠিন বিধিনিষেধ ও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস। সংস্থাটি তাদের ওয়েবসাইটে বলেছে, নতুন এসব নির্দেশনার মূল লক্ষ্য জাতিয়াতি বন্ধ করা আর আসল দম্পতিদের গ্রিনকার্ড দেওয়ার বন্দোবস্ত করা। 

সংস্থাটি তাদের বিজ্ঞপ্তিতে আরো বলেছে, মিথ্যা বা ভিত্তিহীন পারিবারিক ভিসার আবেদন বৈধভাবে দেশটিতে থাকার যে সুযোগ তার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। আর যারা ক্ষতিকর ও জালিয়াতির আশ্রয় নিয়ে দেশটিতে গেছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠাবে। 

নতুন প্রক্রিয়ায় আবেদনের যাচাই-বাছাই প্রক্রিয়া আরো উন্নত করেছে। এখন থেকে বৈবাহিক সম্পর্কের সত্যতা প্রমাণের জন্য যৌথ ব্যাংক অ্যাকাউন্ট, আর্থিক নথি এবং বন্ধু ও পরিবারের সদস্যদের দেওয়া ঘোষণাপত্র লাগবে। এছাড়া আবেদনকারী দম্পতির সশরীরে সাক্ষাৎকারে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে স্বামী-স্ত্রীর সম্পর্কের বাস্তবতা। 

ইউএসসিআইএস স্পষ্ট জানিয়েছে, আবেদন অনুমোদন হলেও যদি কোনো আবেদনকারী অন্য কোনো কারণে যুক্তরাষ্ট্রে বসবাসের অযোগ্য হন বা তাকে বহিষ্কারের যোগ্য মনে করা হয়, তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারে আমেরিকা। ফলে আন্দাজ করা যায়, গ্রিনকার্ডের আবেদন মঞ্জুর হওয়াই আমেরিকায় স্থায়ী হওয়ার নিশ্চয়তা দেয় না। 

যদি কোনো পর্যায়ে সন্দেহজনক কোনো কিছু; যেমন একই ব্যক্তির একাধিক স্পন্সরশিপ বা অভিবাসন ইতিহাসের গরমিল পাওয়া গেলে গভীর তদন্তে এমন ব্যক্তি আমেরিকা থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারে।

Logo