উচ্চশিক্ষায় বাংলাদেশিদের আবেদন করতে মার্কিন দূতাবাসের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৪৭

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ৩১ জুলাই দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, “যোগ্যতাসম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেন ভিসা প্রক্রিয়াকরণের পর্যাপ্ত সময় পেতে পারেন, সে জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত আবেদন করুন।” এতে আরো বলা হয়, ভিসা প্রক্রিয়ায় অপ্রত্যাশিত বিলম্ব এড়াতে সময়মতো আবেদন করাই সবচেয়ে কার্যকর উপায়।
শিক্ষার্থীদের যে কোনো তথ্যের জন্য মার্কিন দূতাবাসের ওয়েবসাইট এবং শিক্ষাবিষয়ক সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করেন। যুক্তরাষ্ট্রের বিশ্বমানের শিক্ষা, গবেষণা সুবিধা ও ক্যারিয়ার সম্ভাবনা বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
মার্কিন দূতাবাস নিয়মিতভাবে ভিসা প্রক্রিয়া সহজতর করতে এবং আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহে কাজ করে যাচ্ছে। এই নির্দেশনা শিক্ষার্থীদের সঠিক সময়ে প্রস্তুতি নিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো