Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের পায়ে লাগছে জিপিএস মনিটর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:২৩

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের পায়ে লাগছে জিপিএস মনিটর

যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে নতুন বিতর্কিত পদক্ষেপ নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। সংস্থাটি অল্টারনেটিভস টু ডিটেনশন (ATD) প্রোগ্রামের আওতায় থাকা ১ লাখ ৮৩ হাজার অভিবাসীর পায়ে জিপিএস মনিটর পরানোর নির্দেশ দিয়েছে।

৯ জুন অনুমোদিত এক অভ্যন্তরীণ মেমো অনুযায়ী, এখন থেকে ATD তে থাকা প্রত্যেক প্রাপ্তবয়স্ক অভিবাসীর গোড়ালিতে কালো ভারী জিপিএস ডিভাইস লাগানো হবে। বর্তমানে মাত্র ২৪ হাজার অভিবাসী এই মনিটর পরছেন, যা নতুন নির্দেশনার ফলে বহুগুণে বাড়বে।

আইসের দাবি, এটি জবাবদিহিতা ও আইনের প্রয়োগে কার্যকর হাতিয়ার। তবে অভিবাসী অধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, এই ডিভাইস শারীরিকভাবে অস্বস্তিকর, সামাজিকভাবে অপমানজনক এবং গোপনীয়তা লঙ্ঘনকারী। অনেক অভিবাসীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই, এমনকি আদালতের শুনানিতে হাজির না হওয়ার ইতিহাসও নেই।

এই মনিটরিং প্রোগ্রাম পরিচালনা করছে জিও গ্রুপের সহযোগী সংস্থায় বিআই ইনকর্পোরেটেড, যারা ট্রাম্পের ২০২৪ সালের প্রচারে ১৫ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে। ICE–এর চাহিদা মেটাতে BI এককভাবে সক্ষম নাও হতে পারে, তাই অন্যান্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।

আইস অফিসগুলোতে অভিবাসীদের চাপ বেড়েছে। ভার্জিনিয়ায় এক ফিল্ড অফিসে ৫০ জন অভিবাসী জিপিএস ডিভাইস পরার অপেক্ষায় ছিলেন। তাদের বলা হয়, “হয় মনিটর পরুন, নয়তো আটক থাকুন”।

২০০৮-২০১৮ সালের মধ্যে ৮৩% মুক্ত অভিবাসী আদালতের সব শুনানিতে উপস্থিত ছিলেন। তবু ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে জানুয়ারি থেকে ৪,১৬৫ জনকে মনিটর পরতে বাধ্য করা হয়েছে। ডিভাইসগুলোর ওজন প্রায় ছয় আউন্স, দীর্ঘ সময় পরার ফলে চর্মরোগ ও ক্ষতের অভিযোগও উঠেছে।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট

Logo