ক্যারিবীয় অঞ্চলে দ্বীপরাষ্ট্রে বাড়ি কিনলেই নাগরিকত্ব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:২১

পূর্ব ক্যারিবীয় অঞ্চলের পাঁচটি দেশ- অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডোমিনিকা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়া; বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রদান প্রকল্পে (সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট বা সিবিআই) অভাবনীয় সাড়া পাচ্ছে।
এই প্রকল্পের আওতায় ২ লাখ মার্কিন ডলারে বাড়ি কিনলেই পাসপোর্ট পাওয়া যায়। ফলে ইউরোপের সেনজেন অঞ্চলে ও যুক্তরাজ্যসহ ১৫০টির বেশি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ মেলে। করছাড়সহ আয় ও উত্তরাধিকার সম্পদের ওপরও বিশেষ সুবিধা দেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা, বন্দুক সহিংসতা এবং ইহুদিবিদ্বেষ; এসব উদ্বেগ থেকেই মার্কিন নাগরিকরা বিকল্প নাগরিকত্বের খোঁজ করছেন।
হেনলি অ্যান্ড পার্টনার্স নামক যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ প্রান্তিকে এই প্রকল্পে আবেদন বেড়েছে ১২ শতাংশ। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেন, তুরস্ক, নাইজেরিয়া ও চীনের নাগরিকদের মধ্যেও আগ্রহ বেড়েছে।
বিশ্লেষক ডমিনিক ভোলেক বলেন, “এই প্রকল্প অনেকের কাছে উদ্বেগমুক্ত জীবনের একধরনের বীমা”। তিনি জানান, আবেদনকারীদের ১০-১৫ শতাংশ প্রকৃতপক্ষে দ্বীপগুলোতে স্থানান্তরিত হন।
তবে প্রকল্পটি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ক্যারিবীয় দেশগুলোর ভিসামুক্ত সুবিধা বাতিলের হুমকি দিয়েছে। কারণ, অপরাধীরা এই শিথিল শর্তের সুযোগ নিতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
এই প্রকল্প বর্তমানে দ্বীপপুঞ্জগুলোর জিডিপির ১০-৩০ শতাংশ অবদান রাখে। কিছু দেশ যেমন ডোমিনিকা ও সেন্ট কিটস, জাতীয় উন্নয়ন তহবিলে অনুদান দিয়ে নাগরিকত্বের সুযোগও রাখছে।
সিবিআই কর্মসূচিকে ঘিরে বিতর্ক থাকলেও ক্যারিবীয় নেতারা বলছেন, এটি তাদের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা মানদণ্ড মেনে চলা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি নিউজ