Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:১৪

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ

কানাডার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। এই স্কলারশিপটি আন্তর্জাতিক ছাত্রদের জন্য ফুল ফান্ডেড মাস্টার্স বা পেশাগত ডিগ্রি অর্জনের একটি বড় সুযোগ।

স্কলারশিপের সুযোগ-সুবিধা:

- ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা পেশাগত ডিগ্রির সম্পূর্ণ টিউশন ফি ও অন্যান্য খরচ

- প্রতি মাসে ২,০০০ কানাডিয়ান ডলার জীবিকা ভাতা

- মন্ট্রিয়েলে স্থানান্তরের জন্য সহায়তা

- নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ, মেন্টরশিপ নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ

যোগ্যতা:

আবেদনকারীকে নিচের যে কোনো একটি শর্ত পূরণ করতে হবে

- আগস্ট ২০২৬-এর মধ্যে প্রথম ব্যাচেলর ডিগ্রি অর্জনের পথে থাকতে হবে

- জানুয়ারি ২০২০-এর পর প্রথম ব্যাচেলর ডিগ্রি অর্জন করে থাকতে হবে

- জানুয়ারি ২০২০-এর আগে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে থাকলে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত বয়স ৩০ বছরের কম হতে হবে

এছাড়া ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা থাকতে হবে, যার মধ্যে ভাষাগত দক্ষতাও অন্তর্ভুক্ত।

আবেদনের সময়সীমা:

২০ আগস্ট ২০২৫ (যারা কানাডা বা যুক্তরাষ্ট্রের বাইরে পড়েছেন বা স্নাতক হয়েছেন)

তথ্যসূত্র: Nairametrics

Logo