Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভিসা নীতিতে বড় পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:৪০

যুক্তরাষ্ট্রে ভিসা নীতিতে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা, চিকিৎসা বা ব্যবসার উদ্দেশে যারা নন-ইমিগ্র্যান্ট ভিসা নিতে চান, তাদের জন্য আসছে নতুন চ্যালেঞ্জ। ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র সরকারের ভিসা নীতিমালায় পরিবর্তন আসছে, যেখানে বেশির ভাগ আবেদনকারীর জন্য সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হচ্ছে। কোভিড-পরবর্তী সময়ে দেওয়া ইন্টারভিউ ছাড়ের সুবিধা প্রায় পুরোপুরি বাতিল করা হচ্ছে বলে নিশ্চিত করেছে স্টেট ডিপার্টমেন্ট।

নতুন নীতিমালার অধীনে ১৪ বছরের নিচে শিশু ও ৭৯ বছরের বেশি বয়সীরাও সাক্ষাৎকারে অংশ নিতে বাধ্য। B1/B2 পর্যটন ও ব্যবসা ভিসা নবায়ন করতে চাইলে আবেদন ১২ মাসের মধ্যে জমা দিতে হবে, না হলে ছাড় পাওয়া যাবে না।

তবে কিছু বিশেষ ক্যাটাগরির জন্য ছাড় থাকবে, যেমন ডিপ্লোম্যাটিক ভিসা (A, G, NATO, TECRO E–1)। এছাড়া যেসব আবেদনকারীর পূর্ববর্তী ভিসা ১২ মাসের মধ্যে শেষ হয়েছে এবং যাদের কোনো নিরাপত্তা-সংক্রান্ত জটিলতা নেই, তারা কিছু ক্ষেত্রে সাক্ষাৎকার ছাড়াও আবেদন করতে পারবেন। যদিও কনস্যুলার অফিসার চাইলে যে কোনো আবেদনকারীকেই সাক্ষাৎকারে ডাকতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ পরিবর্তনের ফলে সাক্ষাৎকারের অপেক্ষা, নথিপত্র যাচাই এবং প্রসেসিং সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসা ও পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীরা চাপে পড়তে পারেন।

যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা কাজের পরিকল্পনা থাকলে এখনই আবেদন শুরু করার পরামর্শ দিয়েছেন কনস্যুলেট-সংশ্লিষ্ট কর্মকর্তারা। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে এবং কনস্যুলেটের ওয়েবসাইটে নিয়মাবলি ভালোভাবে যাচাই করে আবেদন করা উচিত বলে তারা জানিয়েছেন।

এই পরিবর্তন যুক্তরাষ্ট্র ভ্রমণকে আরো নিয়ন্ত্রিত, সময়সাপেক্ষ ও জটিল করে তুলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo