Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় উচ্চশিক্ষায় ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:০৯

কানাডায় উচ্চশিক্ষায় ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট আবেদন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা নতুন নির্দেশনায় জানিয়েছে, শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ হিসেবে আগে যেখানে ২০ হাজার ৬৩৫ কানাডিয়ান ডলার দেখাতে হতো, এখন তা বাড়িয়ে ২২ হাজার ৮৯৫ ডলার করা হয়েছে। এই অর্থ এক বছরের টিউশন ফি ও যাতায়াত খরচ বাদে আলাদাভাবে ব্যাংকে জমা থাকতে হবে এবং যথাযথ প্রমাণপত্রসহ আবেদনপত্রে উপস্থাপন করতে হবে।

এই নতুন নিয়মের ফলে কানাডায় পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের মোট ব্যাংক সলভেন্সি দেখাতে হবে প্রায় ৪৫ হাজার ৩৯৫ কানাডিয়ান ডলার, যার মধ্যে রয়েছে জীবনযাত্রার খরচ, টিউশন ফি এবং আনুষঙ্গিক ট্রাভেল খরচ। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১ থেকে ৪২ লাখ টাকা, যা বিনিময় হারের ওপর নির্ভর করে কিছুটা কমবেশি হতে পারে।

শুধু একক আবেদনকারী নয়, পরিবারসহ কানাডায় যেতে চাইলে খরচের পরিমাণ আরো বাড়বে। একজন শিক্ষার্থীর সঙ্গে যদি তার স্ত্রী বা স্বামী থাকেন, তাহলে জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৮ হাজার ৫০২ ডলার। যদি সঙ্গে একটি সন্তান থাকে, তাহলে তা বেড়ে দাঁড়ায় ৩৫ হাজার ৪০ ডলার। দুই সন্তান থাকলে খরচ হবে ৪২ হাজার ৫৪৩ ডলার। অতিরিক্ত সদস্যদের জন্য প্রতিজনে ৬ হাজার ১৭০ ডলার করে বাড়তি অর্থ দেখাতে হবে। ফলে পরিবারসহ কানাডায় উচ্চশিক্ষা নিতে চাইলে বাংলাদেশের শিক্ষার্থীদের ৫০ থেকে ৬০ লাখ টাকার সমপরিমাণ ব্যাংক সলভেন্সি দেখাতে হতে পারে।

এই সলভেন্সি দেখানোর জন্য আবেদনকারীরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ব্যাংকে নিজের নামে টাকা জমার প্রমাণ, কানাডার ব্যাংকে Guaranteed Investment Certificate (GIC), শিক্ষা ঋণের কাগজপত্র, পরিবারের পক্ষ থেকে স্পন্সরশিপ লেটার, বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ বা ফান্ডিং ডকুমেন্ট এবং শেষ চার মাসের ব্যাংক স্টেটমেন্ট। এসব ডকুমেন্ট অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে এবং আবেদনপত্রে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, কারণ ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে।

যারা ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের আগে আবেদন করবেন, তাদের জন্য পুরোনো নিয়ম অনুযায়ী ২০ হাজার ৬৩৫ কানাডিয়ান ডলার জীবনযাত্রার খরচ দেখালেই চলবে। তবে যারা এই সময়সীমার পরে আবেদন করবেন, তাদের অবশ্যই নতুন নিয়ম অনুসরণ করতে হবে।

এই পরিবর্তনের ফলে শুধু ভর্তি নয়, আর্থিক প্রস্তুতিও এখন সমান গুরুত্বপূর্ণ। তাই আগ্রহী শিক্ষার্থীদের উচিত সময়মতো প্রস্তুতি নেওয়া, প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা এবং আবেদনপত্রে যথাযথ তথ্য উপস্থাপন করা।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো 

Logo