Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ভিসা আবেদনে জাল নথি দিলে স্থায়ী নিষেধাজ্ঞা দেবে আমেরিকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:২০

ভিসা আবেদনে জাল নথি দিলে স্থায়ী নিষেধাজ্ঞা দেবে আমেরিকা

ঢাকার আমেরিকার দূতাবাস জানিয়েছে, তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা। এবিষয়ে আবেদনকারিদের সতর্ক থাকতে বলা হয়েছে।  

তাছাড়া ভিসা আবেদনকারী সম্পর্কে সন্দেহভাজন কোনো তথ্য পেলে সেটি যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হয়। অসাধু ও অপরাধীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

২১ জুলাই ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনে আমাদের কনস্যুলার অফিসাররা কোনো জাল নথি খুঁজে পেলে, অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তা বিষয়ক কোনো সন্দেহজনক তথ্য পেলে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে আমরা তা জানাই।

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী বা অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে আমরা একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি।

এর আগে শুক্রবার এক ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, "এই গল্প আমরা আগেও শুনেছি।" কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সব সময় জানেন।



Logo