Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ভারতীয় শিক্ষার্থীদের ভিসা আবেদন ফিরিয়ে দিচ্ছে আমেরিকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:২৪

ভারতীয় শিক্ষার্থীদের ভিসা আবেদন ফিরিয়ে দিচ্ছে আমেরিকা

ভারতীয় শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংকট চরমে পৌঁছেছে। এর ফলে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে। হায়দরাবাদের শিক্ষা পরামর্শকদের মতে, ভিসা সাক্ষাৎকারের জন্য সময়সূচি দীর্ঘদিন স্থগিত থাকার পাশাপাশি হঠাৎ করেই বাড়ছে ভিসা প্রত্যাখ্যানের হার।

‘এই সময়ে সাধারণত প্রায় সব শিক্ষার্থীর ভিসা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এবার প্রতিদিন পোর্টাল রিফ্রেশ করেও কোনো স্লট পাচ্ছি না। গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে খারাপ অবস্থা’ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন হায়দরাবাদ ওভারসিজ কনসালট্যান্টের সঞ্জীব রায়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, ধাপে ধাপে ভিসা স্লট দেওয়া হবে। কিন্তু এখনো পরিষ্কার কোনো নির্দেশনা নেই। অনেক শিক্ষার্থী স্লট বুক করেও নিশ্চিতকরণ ই-মেইল পাচ্ছেন না। উইন্ডো ওভারসিজ এডুকেশন কনসালট্যান্সির অনিকেত জৈন বলেন, ‘সম্ভবত এটি শুধুই সিস্টেম টেস্ট। কারণ, স্লট খোলা থাকলেও বুকিং নিশ্চিত হচ্ছে না।’

ভিসা জটিলতায় হতাশ হয়ে অনেকে বিকল্প দেশের দিকে ঝুঁকছেন। ২৩ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, ‘আমি অপেক্ষা করতে পারিনি। এতে হয়তো পুরো এক বছর নষ্ট হয়ে যাবে। তাই যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন তুলে নিয়েছি। এখন জার্মানিতে মাস্টার্সের জন্য চেষ্টা করছি।’

আই ফিভার কনসালট্যান্সির আরবিন্দ মন্ডুভা বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে যদি ভিসা স্লট না খোলে, তাহলে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যাবে। প্রতিদিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আতঙ্কিত ফোন পাচ্ছি।’

এছাড়া যেসব শিক্ষার্থী মার্চ মাসে আবেদন করেছিলেন, তারাও এখন হঠাৎ করে ভিসা প্রত্যাখ্যানের মুখে পড়ছেন। অনিকেত জৈন বলেন, ‘অনেক শিক্ষার্থীর সোশ্যাল মিডিয়া নিতান্তই সাধারণ, তাদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় সবাইকে বলা হচ্ছে, ২১৪বি ধারা অনুযায়ী তারা ভিসার যোগ্যতা প্রমাণ করতে পারেননি।’ মার্কিন অভিবাসন আইনের ২১৪বি ধারা অনুযায়ী, যদি প্রার্থী নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা দিতে না পারেন, তবে ভিসা প্রত্যাখ্যান করা হয়।

ডালাসভিত্তিক অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান ইউএস অ্যাডমিশনের রবি লোথুমাল্লা বলেন, নিয়মকানুন নতুন নয়, আগে থেকেই ছিল। এখন শুধু তা বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে, হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট জানিয়েছে, ভিসা স্লট আবার চালু হয়েছে। তবে শিক্ষার্থীদের আগেভাগে আবেদন করতে এবং অতিরিক্ত সময়ের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে তারা।

উল্লেখ্য, গত বছর ভারত ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী পাঠিয়ে যুক্তরাষ্ট্রে চীনের স্থান দখল করেছিল।

তথ্যসূত্র: দৈনিক সমকাল

Logo