Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে আবার চালু হলো টিকটক 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

যুক্তরাষ্ট্রে আবার চালু হলো টিকটক 

যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়ন ব্যবহারকারীর জন্য ফের চালু হয়েছে টিকটক। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দায়িত্ব গ্রহণের পর নির্বাহী আদেশ জারি করে টিকটকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়ার ঘোষণা দেওয়ার পর অ্যাপটি চালু হয়েছে।শনিবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনের ভিত্তিতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। 

তবে রোববার, ট্রাম্প বলেন তিনি আইনটি কার্যকার হওয়ার সময় পিছিয়ে দেয়ার পাশাপাশি আলোচনার জন্য আরও সময় দেবেন। এরপর টিকটক জানায়, তারা 'সার্ভিস পুনরুদ্ধারের' প্রক্রিয়ায় রয়েছে।এর কিছুক্ষণ পরই অ্যাপটি আবার কাজ করতে শুরু করে। সেইসঙ্গে একটি পপআপ বার্তায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এক বিবৃতিতে কোম্পানিটি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছে, টিকটক যাতে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদে চালু রাখা যায়, সেজন্য তার ট্রাম্পের সঙ্গে কাজ করবে।

এদিকে সোমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে টিকটকের সিইও শো চিউ-এর উপস্থিত থাকার কথা রয়েছে। ট্রুথ সোশ্যাল-এ (ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম) ট্রাম্প রোববার লিখেছেন, 'আমি কোম্পানিগুলোকে বলছি, টিকটক যেন বন্ধ না থাকে! আমি সোমবার একটি নির্বাহী আদেশ জারি করব, যাতে আইন কার্যকর পিছিয়ে যায় এবং আমরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে পারি।'

যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন সুপ্রিম কোর্টেও বহাল রেখেছে। নতুন এই আইন অনুযায়ী, দেশটিতে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্রের কাছে বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। 

ট্রাম্প কীভাবে ইতিমধ্যে কার্যকর আইনের বাস্তবায়ন বিলম্বিত করতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প নির্বাহী আদেশ দিলে তার প্রশাসন নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না। এ  ঘোষণা ট্রাম্পের অবস্থানে বড় পরিবর্তন। কারণ আগে তিনি টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। তবে সম্প্রতি অ্যাপটির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে বলেছেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় তার ভিডিওগুলো টিকটকে শত কোটি ভিউ পেয়েছে।

তথ‍্যসূত্র: টিবিএস, ২০/১/২০২৫

Logo