Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় নতুন অভিবাসন ও নিরাপত্তা বিলের প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৮:৩৩

কানাডায় নতুন অভিবাসন ও নিরাপত্তা বিলের প্রস্তাব

কানাডা সরকার সম্প্রতি একটি বিস্তৃত অভিবাসন ও নিরাপত্তা বিল "স্ট্রং বর্ডারস অ্যাক্ট" (Strong Borders Act) প্রস্তাব করেছে। এ বিলটি দেশের অভিবাসন ব্যবস্থা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নেয়া হয়েছে। এই বিলটি অভিবাসন প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা আরোপ এবং কর্তৃপক্ষকে আবেদন প্রক্রিয়া স্থগিত করার ক্ষমতা প্রদান করে।

প্রধান বৈশিষ্ট্যসমূহ:

১. আশ্রয়প্রার্থীদের জন্য নতুন সীমাবদ্ধতা

যেসব ব্যক্তি কানাডায় এক বছরের বেশি সময় ধরে অবস্থান করছেন, তাদের আশ্রয় আবেদন করার অধিকার বাতিল করা হবে।

সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট (Safe Third Country Agreement) এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আগত ব্যক্তিদের কানাডায় প্রবেশের ১৪ দিনের মধ্যে আশ্রয় আবেদন করতে হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে তাদের ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে নিরাপত্তা বিবেচনা করা হবে।

২. সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমন

পুলিশ এবং সীমান্ত কর্তৃপক্ষকে আরো ক্ষমতা প্রদান করা হয়েছে, যাতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করা সীমান্তে নজরদারি বাড়াতে পারে।

মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করা হবে।

অর্গানাইজড ক্রাইম এবং অর্থ পাচার মোকাবিলায় নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

৩. আর্থিক লেনদেনের উপর নিয়ন্ত্রণ

একজন ব্যক্তি অন্যের অ্যাকাউন্টে ১০ হাজার কানাডিয়ান ডলার বা তার বেশি নগদ জমা দিলে তা সীমাবদ্ধ করা হয়েছে।

অর্থ পাচার রোধে ব্যাংক এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানো হয়েছে।

জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারে বলেছেন, "এই বিলটি আমাদের আইনকে শক্তিশালী করবে এবং কানাডিয়ানদের নিরাপদ রাখবে।"

অভিবাসন মন্ত্রী লেনা ডিয়াব বলেন, "আমরা সীমান্ত নিরাপত্তা উন্নত করছি এবং আমাদের অভিবাসন ও আশ্রয় ব্যবস্থা আরো শক্তিশালী, নমনীয় ও প্রতিক্রিয়াশীল করছি।"

তবে নিউ ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য জেনি কওয়ান এই বিলকে "অনেক কানাডিয়ানের জন্য উদ্বেগজনক" বলে মন্তব্য করেছেন।

মাইগ্রান্ট রাইটস নেটওয়ার্ক এই প্রস্তাবিত ব্যবস্থাগুলোকে "অনৈতিক" বলে অভিহিত করেছে এবং বলেছে যে এটি "আশ্রয়প্রার্থীদের সুরক্ষা মারাত্মকভাবে সীমিত করবে এবং ব্যাপক বহিষ্কারের অনুমতি দেবে"।

এই বিলটি এমন সময়ে প্রস্তাবিত হয়েছে, যখন কানাডা অভিবাসনের উচ্চ মাত্রা, জনসেবা সংকট এবং আবাসন সমস্যার সম্মুখীন। প্রধানমন্ত্রী মার্ক কার্নি "অসহনীয়" অভিবাসন মাত্রা মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন।

পূর্ববর্তী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উচ্চ অভিবাসন লক্ষ্য নির্ধারণ করেছিল, যার ফলে অস্থায়ী কর্মী ও শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং আশ্রয় আবেদনকারীর সংখ্যা বেড়েছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ

Logo