Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

USA-তে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:২০

USA-তে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধ

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাময়িকভাবে বিদেশি শিক্ষার্থীদের নতুন ভিসা সাক্ষাৎকার নির্ধারণ বন্ধ রেখেছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমের উপর বাড়তি যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করার প্রস্তুতি নেওয়া। 

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, "সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের সম্প্রসারণের প্রস্তুতির অংশ হিসেবে কনস্যুলেট বিভাগগুলোকে নতুন কোনো শিক্ষার্থী বা বিনিময় প্রোগ্রামের ভিসা সাক্ষাৎকার নির্ধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত নতুন নির্দেশনা জারি করা হয়।"

এই স্থগিতাদেশ শুধু নতুন সাক্ষাৎকার নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য; ইতোমধ্যে নির্ধারিত সাক্ষাৎকারগুলো এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।

এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর কঠোর নজরদারির অংশ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা স্পন্সর করার অনুমতি বাতিল করেছে, যদিও আদালতের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই স্থগিতাদেশ আর্থিক চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। কারণ অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফির উপর নির্ভর করে থাকে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, "আমরা প্রতিটি ভিসা আবেদনকারীর পটভূমি যাচাইয়ের জন্য সব উপলব্ধ উপায় ব্যবহার করব, তারা শিক্ষার্থী হোক বা অন্য কেউ।"

এই পদক্ষেপের ফলে গ্রীষ্ম ও শরৎ সেমিস্টারে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের পরিকল্পনায় বিলম্ব হতে পারে।

তথ্যসূত্র: এপি

Logo