
মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের জন্য কঠোর পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। মার্কিন মুলুকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে। ১৭ মে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ভিসার মেয়াদ অনুযায়ী যত দিন থাকার কথা, তার একদিনও বেশি কেউ থেকে গেলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে। ভবিষ্যতে আমেরিকায় ঢোকার অনুমতিও নিষিদ্ধ হতে পারে। পাশাপাশি ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে USCIS-এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতি অনুযায়ী, বহু ভারতীয় এবং অন্যান্য দেশের নাগরিকরা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসায় আমেরিকায় যান। এই ভিসাগুলোতে কতদিন পর্যন্ত সেখানে থাকা যাবে, তা স্পষ্ট করে লেখা থাকে। I-94 ফর্মেও সেই তারিখ উল্লেখ করা হয়। কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই সেই সময়সীমা পেরিয়েও থেকে যাচ্ছেন সেখানে। তাদের জন্যই কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন দূতাবাস।
শুধু তাই নয়, যারা ভিসার নিয়ম ভেঙে বেশিদিন আমেরিকায় থাকবেন, তাদের গ্রিন কার্ড পাওয়া বা অন্য কোনো ইমিগ্রেশন সংক্রান্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রেও অনেক সমস্যা হবে। এমনকি ভবিষ্যতে অন্য কোনো ভিসার জন্য আবেদন করলেও তা নাকচ করে দেওয়া হতে পারে। সেই কারণে মার্কিন দূতাবাস ভারতীয় ও অন্যান্য দেশে নাগরিকদের পরামর্শ দিয়েছে ভিসার নিয়মকানুন মেনে চলার।
তথ্যসূত্র: দৈনিক এই সময়