Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

স্টুডেন্ট ভিসা ৩৫ শতাংশ কমানোর ঘোষণা কানাডার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২৩:২৮

স্টুডেন্ট ভিসা ৩৫ শতাংশ কমানোর ঘোষণা কানাডার

আবাসন সংকট মোকাবিলায় আগামী দুই বছর কম সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার।

গত ২২ জানুয়ারি জাস্টিন ট্রুডোর সরকার এক ঘোষণায় বলেছে, ২০২৪ সালে তারা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কম শিক্ষার্থীকে ভিসা দেবে। গত বছর প্রায় ৯ লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল কানাডা।

কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার একটি বিবৃতিতে বলেছেন, '২০২৪-এর সেপ্টেম্বর সেমিস্টারের আগে আমরা আমাদের প্রস্তুতির অংশ হিসেবে ভিসার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের পর্যাপ্ত সহায়তা করতে পারে।

তবে, যারা ইতোমধ্যে স্টাডি পারমিট পেয়েছে বা পারমিট নবায়ন করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। যারা মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রির জন্য আসবেন, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসার সংখ্যা সীমাবদ্ধ হবে না।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার 

Logo