Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ২২:২২

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রবাসীদের ভোট পাঠানো, বিতরণ ও ফেরত আসা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।  

ইসির তথ্য অনুযায়ী, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ভোট নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৭ হাজার ৫০৯টি ব্যালট পাঠানো হয়েছে। বর্তমানে ট্রানজিটে রয়েছে প্রায় ৫৯ হাজার ব্যালট। ভোটারের হাতে পৌঁছেছে ১ লাখ ৪০ হাজার ৮৭৩টি ব্যালট। তবে ঠিকানা ভুলের কারণে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে, যার বেশির ভাগই মালয়েশিয়া থেকে।  

দেশের ভেতরে ভোটের প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রবাসীদের ব্যালট পাঠানো হবে। অনেক ক্ষেত্রে ভোটারদের নিজস্ব ঠিকানা না থাকায় স্থানীয় মেইলবক্স ঠিকানা ব্যবহার করা হয়েছে।  

সামাজিক মাধ্যমে বিদেশে পোস্টাল ব্যালট সরবরাহ নিয়ে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। ইসি জানিয়েছে, এসব ভিডিও যাচাই করে কিছু ফেক এবং কিছু সঠিক পাওয়া গেছে। কার্যকারণ যাচাই করে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু সমস্যার সমাধানে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে।  

ইসি বলছে, পোস্টাল ব্যালট দেশের ভাবমূর্তি ও শ্রমবাজারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চিহ্নিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা হবে। এ বিষয়ে সিআইডির সঙ্গে আলোচনা হয়েছে।

আগামীকাল অনুষ্ঠিতব্য বৈঠকে দেশে পোস্টাল ব্যালটের পরিবর্তে প্রবাসীদের মূল ব্যালট দেওয়ার বিষয়টি আলোচিত হতে পারে। অসংগতি বেশি হলে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্তও আসতে পারে।

Logo