ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত ১টা থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হতে শুরু করে। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও ঢাকায় নামতে না পেরে কলকাতায় যায়।
একই কারণে আরো কয়েকটি ফ্লাইট ঢাকায় অবতরণে বিলম্বিত হয়। এর মধ্যে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইট এবং সালাম এয়ারের মাসকাট থেকে আসা ফ্লাইট। এসব ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান চলাচল ব্যাহত হয়।
logo-1-1740906910.png)