Logo
×

Follow Us

ইউরোপ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে শত শত অভিবাসীর আগমন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে শত শত অভিবাসীর আগমন

টানা ২৮ দিন বিরতির পর আবারো ইংলিশ চ্যানেল হয়ে শত শত অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। ১৩ ডিসেম্বর সকালে অন্তত ৬০০ থেকে ৭০০ জন অভিবাসী ৯টি নৌকায় করে যাত্রা শুরু করে। এর মধ্যে শতাধিককে ডোভার, কেন্টে নিয়ে আসে যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের টহল জাহাজ হ্যারিকেন।  

হোম অফিস জানিয়েছে, ১৪ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত একটিও নৌকা চ্যানেল পার হয়নি। এটি ছিল গত সাত বছরে সবচেয়ে দীর্ঘ বিরতি। এর আগে ২০১৮ সালে ৪৮ দিনের বিরতি হয়েছিল। ডিসেম্বর সাধারণত সবচেয়ে কম সংখ্যক অভিবাসী আগমনের মাস হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় হঠাৎ ঢল নামে।  

সেদিনের ঢল সামলাতে বর্ডার ফোর্স চারটি জাহাজ (হ্যারিকেন, রেঞ্জার, টাইফুন, ভলান্টিয়ার) মোতায়েন করে। ফরাসি কোস্টগার্ড ও উদ্ধারকারী জাহাজও সহযোগিতা করে। অভিবাসীরা পরিষ্কার আকাশ ও শান্ত সমুদ্রের সুযোগ নিয়ে যাত্রা শুরু করেছিল।  

২০২৫ সালে এখন পর্যন্ত ৩৯ হাজার ২৯৪ জন অভিবাস যুক্তরাজ্যে পৌঁছেছে। এটি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। ২০২২ সালে একই সময়ে ৪৪ হাজার ২৬৪ জন পৌঁছেছিল, যা রেকর্ড। গত বছরের মোট সংখ্যা ছিল ৩৬ হাজার ৮১৬।  

ফ্রান্স ঘোষণা করেছে, তারা এবার সমুদ্রে ছোট নৌকা আটকাবে, যদি তাতে অভিবাসী না থাকে। আগে তারা শুধু সৈকতে নৌকা আটকে দিত। এর ফলে পাচারকারীরা “ট্যাক্সি বোট” ব্যবহার করে অভিবাসীদের অগভীর পানিতে তুলে দিত। নতুন নীতি এ প্রবণতা ঠেকাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।  

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লেখা চিঠিতে স্বীকার করেছেন, যুক্তরাজ্য অভিবাসী ঠেকাতে কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেনি। অন্যদিকে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করায় অভিবাসী ঢল বেড়েছে। তারা ইউরোপীয় মানবাধিকার সনদ (ECHR) থেকে বেরিয়ে এসে দ্রুত অভিবাসী ফেরত পাঠানোর দাবি তুলেছেন।  

ফ্রান্সের সৈকতে ডানপন্থি গোষ্ঠী রেইজ দ্য কালারস অভিবাসীদের নৌকা কেটে দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে।  

পাচারকারীরা এখন বড় আকারের ডিঙ্গি ব্যবহার করছে। সেপ্টেম্বরে একটি “সুপার ডিঙ্গি”তে রেকর্ড ১২৫ জন অভিবাসী চ্যানেল পার হয়।  

এই শরতে যুক্তরাজ্য-ফ্রান্স চুক্তির আওতায় ১৫০ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ১৪১ জনকে যুক্তরাজ্যে আনা হয়েছে। হোম অফিস জানিয়েছে, এ চুক্তি আরও সম্প্রসারিত হবে।

Logo