মালয়েশিয়ার খবর ১৬ সেপ্টেম্বর
মালয়েশিয়ায় প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

মালয়েশিয়ায় প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। দেশটির কেদাহ অঞ্চলের কুলিমে জাতীয় নির্বাচনে ভোটদান-সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।
অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগও রাখা হচ্ছে। প্রবাসীরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করবেন। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সংশিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে।
অন্যদিকে, ভোটাররা তাদের ব্যালট কোথায় যাচ্ছে, তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। সভায় প্রধান অতিথি নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।