Logo
×

Follow Us

বাংলাদেশ

টেক দুনিয়ায় আবিদুরের বিপ্লব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০

টেক দুনিয়ায় আবিদুরের বিপ্লব

সবচেয়ে পাতলা আইফোন ডিজাইন করে টেক দুনিয়ায় রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আবিদুর চৌধুরী। বাংলাদেশিদের জন্য গর্বের খবর, আবিদুর চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত। তার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। তবে তার পারিবারিক আর কোনো তথ্য জানা যায়নি এখন পর্যন্ত। অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন আইফোন এয়ারের মূল পরিকল্পনাকারী হিসেবে আবিদুর চৌধুরী প্রযুক্তি জগতে এক অমোচনীয় ছাপ ফেলেছেন। টেক দুনিয়ায় আবিদুরকে নিয়ে চলছে হইচই।  

আবিদুর বর্তমানে কাজ করছেন, কুপারটিনোর অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে। আইফোন এয়ার তারই সৃজনশীল মস্তিষ্ক আর কল্পনার বহিঃপ্রকাশ। অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন, যেখানে টাইটানিয়াম বডি, উন্নত এআইচালিত ফটোগ্রাফি এবং অভিনব ডিজাইন যুক্ত হয়েছে, যা একই সাথে সৌন্দর্য ও কার্যকারিতার সঠিক ভারসাম্য রক্ষা করে। 

আবিদুর চৌধুরী লাফবরাহ ইউনিভার্সিটিতে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থাতেই তিনি রেড ডট ও জেমস ডাইসনের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন। অ্যাপলে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন ডিজাইন কনসালট্যান্সিতে কাজ করেছেন এবং নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন। এই অভিজ্ঞতাগুলো তার কাজকে দিয়েছে ভবিষ্যৎমুখী অথচ বাস্তবসম্মত স্পর্শ।

আইফোন এয়ারের মাধ্যমে তিনি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। আরো পাতলা কাঠামো, জটিল ক্যামেরা ডিজাইন, উন্নত ব্যাটারি পারফরম্যান্স; সব মিলিয়ে একটি প্রিমিয়াম ও অভিনব লুক। টাইটানিয়াম বডি এবং একক টেলিফটো-লেন্স ক্যামেরাসহ আইফোন এয়ার প্রকৌশলের এক বিস্ময়। তার এই ডিজাইন নিরলস প্রচেষ্টা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গির প্রমাণ হিসেবে মানছেন টেক দুনিয়ার মানুষ।

Logo