মালয়েশিয়ায় দুর্নীতিতে জড়াচ্ছেন ইমিগ্রেশন কর্মকর্তারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশনের (MACC) তদন্তে উঠে এসেছে, ‘কাউন্টার সেটিং’ ও অবৈধ বিদেশি প্রবেশে সহায়তা করে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একজন ইমিগ্রেশন কর্মকর্তা, যিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। তার ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে প্রায় ১.৫ মিলিয়ন রিংগিত (বাংলাদেশি টাকায় প্রায় ৩.৭৫ কোটি)। এর মধ্যে ১ মিলিয়ন রিংগিত ছিল তার, স্ত্রী ও সন্তানদের তাবুং হাজি অ্যাকাউন্টে। আর বাকি ৪ লাখ রিংগিত রাখা ছিল আমানাহ সহাম বুমিপুতেরা অ্যাকাউন্টে।
অন্যদিকে, MACC আরো এক দম্পতিকে গ্রেপ্তার করেছে, যারা চার বছর ধরে পৃথকভাবে দুর্নীতির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এই দম্পতি দুজনই ইমিগ্রেশন কর্মকর্তা। তারা প্রায় ৯ লাখ রিংগিত ঘুষ গ্রহণ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। RTK (Workforce Recalibration Programme) পরিচালনার সময় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা দিতে ঘুষ নেন স্ত্রী, পরে তাকে অন্য বিভাগে বদলি করা হয়। অন্যদিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কাউন্টার সেটিং’-এর মাধ্যমে বিদেশিদের প্রবেশে সহায়তা করেন স্বামী।
তদন্তে জানা গেছে, এই দম্পতি ঘুষের অর্থ দিয়ে একটি স্বর্ণের দোকান খুলেছেন এবং একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন। দোকানটি পরিচালনার জন্য তারা স্ত্রীর ছোট ভাই ও সন্তানের নাম ব্যবহার করেছেন। পাহাংয়ে দোকানে অভিযান চালিয়ে MACC কর্মকর্তারা প্রায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন, যার বাজারমূল্য ১.৪ মিলিয়ন রিংগিত।
MACC সূত্র বলছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তা বিভিন্নভাবে লুকিয়ে রেখেছেন। তদন্তে আরো নাম সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জনমনে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে বিদেশি শ্রমিকদের বৈধতা ও প্রবেশ প্রক্রিয়া নিয়ে। MACC জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস