মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ সেপ্টেম্বর ২০২৫
ওমানে চালু হলো ১০ বছরের গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬

বাহরাইন
বাহরাইনে ফোন হাতে ড্রাইভিং বিষয়ে সতর্কতা
বাহরাইনে গাড়ি চালানোর সময় হাতে ফোন থাকলেই ১০০ দিনার জরিমানা গুনতে হবে। তবে প্রথম ৭ দিনের মধ্যে সেই জরিমানা পরিশোধ করলে তা হাফ করা হবে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ড্রাইভারদের হাত থাকবে স্টিয়ারিংয়ে আর দৃষ্টি থাকবে সড়কে। তাতে গাড়ি চালানোর সময় ড্রাইভার ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া ড্যাশক্যাম ব্যবহারও সড়কে নিরাপত্তা নিশ্চিত করবে বলে খবরে বলা হয়েছে। গাড়িতে ড্যাশক্যাম থাকলে সড়ক দুর্ঘটনা বা ট্রাফিক নিয়ম ভঙ্গের স্পষ্ট প্রমাণ বাহরাইন পুলিশ ও বীমা সংস্থার কাছে উত্থাপন করা যাবে। যাতে ড্রাইভারের ভুল-ত্রুটি সহজে ধরা যাবে। তবে কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কারো অনুমতি ছাড়া ভিডিও করা এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশ করা আইন লঙ্ঘন। যাতে জরিমানা বা কারাদণ্ডের ঝুঁকি বাড়তে পারে। তাই ড্রাইভিংয়ের সময় সতর্কতা এবং আইন মেনে চলা জরুরি বলে মনে করে বাহরাইনের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
ওমান
ওমানে চালু হলো ১০ বছরের গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম
ওমানে চালু হলো ১০ বছরের গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম। মূলত বিদেশি বিনিয়োগ ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ নিয়েছে ওমান সরকার। গালফ নিউজ এই খবর দিয়েছে। এই প্রোগ্রামের অধীনে ২ লাখ ওমানি রিয়াল বা তার বেশি মূলধন বিনিয়োগকারী এবং তাদের পরিবারের সদস্যরা ১০ বছরের রিনিউযোগ্য রেসিডেন্সি সুবিধা পেতে পারবেন। এতে কোনো বয়স বা সদস্য সংখ্যার সীমাবদ্ধতা থাকবে না। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা দ্রুত বিমানবন্দর সুবিধা, তিনজন গৃহকর্মী নিয়োগের অনুমতি এবং ইন্টিগ্রেটেড ট্যুরিজম কমপ্লেক্সের বাইরে সম্পত্তি মালিকানার অধিকার পাবেন। আবেদনকারীরা বিভিন্নভাবে এই রেসিডেন্সি পেতে পারেন। যেমন কোম্পানি স্থাপন, সম্পত্তি ক্রয়, সরকারি উন্নয়ন বন্ডে বিনিয়োগ, লিস্টেড কোম্পানিতে শেয়ার ক্রয়, স্থায়ী ব্যাংক ডিপোজিট রাখা বা ৫০ জন ওমানি কর্মীসহ কোম্পানি পরিচালনা। এই প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো ওমানের অর্থনীতি শক্তিশালী করা, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
কুয়েত
কুয়েতে শেষ হয়েছে বাইরে কাজ না করার নির্দেশনা
কুয়েতে দুপুরের রোদে বাইরে কাজ না করা বিষয়ক যে নির্দেশনা ছিল কর্মী-শ্রমিকের ওপর, তা শেষ হয়েছে। ফলে ১ সেপ্টেম্বর থেকে সেই নির্দেশনা আর থাকছে না। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ম মানার বাধ্যবাধকতার কথা জানিয়েছিল। আরব টাইমস এই খবর দিয়েছে। মূলত গ্রীষ্মের তীব্র গরমের কারণে সকাল ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিকদের খোলা আকাশের নিচে রোদে কাজ করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। এতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত রাখা এবং প্রকল্পের সময়সূচি ঠিক রাখা- দুটি উদ্দেশ্যই সফলভাবে অর্জিত হয়েছে। তবে সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, তারা ৬৩টি কাজের স্থানে নিয়ম ভঙ্গের ঘটনা দেখতে পান, ৬৮ জন শ্রমিককে আটক করেন এবং ৩৭টি অফিসিয়াল রিপোর্ট দায়ের করেন। এছাড়া নিয়ম মেনে চলা নিয়োগকর্তাদের ধন্যবাদ জানানো হয়েছে এবং নাগরিকদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আবুধাবি
আবুধাবির রাস্তায় এআই ট্রাফিক সিগন্যাল
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাস্তায় চালু হলো এআই ট্রাফিক সিগন্যাল। ফলে সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট ট্রাফিক সিগন্যালের মাধ্যমে রিয়েল টাইমে যানবাহনের চাপ নির্ণয় করে স্বয়ংক্রিয়ভাবে লাল-সবুজ বাতির সময় সমন্বয় করা হবে। গালফ নিউজ এ খবর জানিয়েছে। যানজট বেশি হলে লাল বাতি দীর্ঘ সময় জ্বলবে, যাতে যানবাহন নির্বিঘ্নে চলতে পারে। আর কম চাপের সময় লাল বাতি কম সময় জ্বলবে। ফলে যাত্রা হবে দ্রুত এবং নিরাপদ। স্মার্ট সিস্টেমটি শহরের প্রধান সাতটি সড়ক যেমন, শাখবুত বিন সুলতান স্ট্রিট, ধাফির স্ট্রিট, সালামা বিনত বুতি স্ট্রিট, আল ধাফরা স্ট্রিট, রাবদান স্ট্রিট এবং উম্ম ইয়াফিনা স্ট্রিটে কার্যকর হয়েছে।