মালয়েশিয়ার খবর সেপ্টেম্বর ১
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির কুয়ালা লিপিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বারনামা নিউজ জানায়, শ্রমিকদের টয়োটা হাইলাক্স চার চাকার গাড়িটি লাদাং আর্গোপলিটান গাহাই সড়কের একটি ঢালু মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির পেছনের সিটে বসে থাকা ২৪ বছর বয়সী মো. শামীম রেজা ও ২৬ বছর বয়সী তুহিন আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লিপিস পুলিশপ্রধান ইসমাইল মান জানান, গাড়িটি ড্রাইভ করছিলেন স্থানীয় এক চালক এবং এতে চারজন বাংলাদেশি যাত্রী ছিলেন। গাড়ির চালক ও অন্য যাত্রীরা অক্ষত অবস্থায় বেঁচে যান। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লিপিস পুলিশ।