অস্ট্রেলিয়ায় অভিবাসনবিরোধী বিক্ষোভে বর্ণবাদের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত “March for Australia” নামে অভিবাসনবিরোধী বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ, যার মধ্যে ছিল পরিচিত নব্য নাৎসি গোষ্ঠীর সদস্যরাও। সিডনি, মেলবোর্নসহ বড় শহরগুলোতে এই বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদও হয়েছে। তবে বিক্ষোভে ব্যবহৃত ভাষা ও প্রতীক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজ বিশ্লেষক ও বহুজাতিক সম্প্রদায়ের নেতারা।
বিক্ষোভকারীদের কেউ কেউ “send them back” এবং “stop the invasion”- এমন ঘৃণামূলক স্লোগান দেন, যা অভিবাসীদের লক্ষ্য করে বলা হয়। ন্যাশনাল সোশ্যালিস্ট নেটওয়ার্কের সদস্যরা “hail White Australia” বলে প্রকাশ্যে বর্ণবাদী বক্তব্য দেন।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক লিয়াম গিলেসপি বলেন, “ফার-রাইট গোষ্ঠীগুলো সাধারণ জাতীয়তাবাদী ভাষা ব্যবহার করে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে, যা অত্যন্ত চিন্তার বিষয়।”
ফেডারেশন ফর এথনিক কমিউনিটিজ কাউন্সিলস অব অস্ট্রেলিয়ার (FECCA) প্রধান পিটার ডুকাস বলেন, “এই বিক্ষোভ White Australia নীতির স্মৃতি ফিরিয়ে এনেছে। এটি নতুন ও পুরনো অভিবাসীদের জন্য অপমানজনক।”
সিডনির বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত নায়োনিকা ভট্টাচার্য বলেন, “আমি শহরের কেন্দ্রস্থলে ছিলাম, বন্ধুদের ম্যারাথন দেখতে গিয়েছিলাম। কিন্তু মনে হচ্ছিল, কখন যেন কেউ আক্রমণ করে বসে। এমন মন্তব্য শুনেছি- 'এখানে অনেক বেশি ভারতীয় আছে।’ এটা খুবই ভয়ংকর।”
সরকারি পর্যায়ে এই বিক্ষোভের নিন্দা জানানো হয়েছে। তবে কিছু রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিক, যেমন সিনেটর পলিন হ্যানসন ও এমপি বব ক্যাটার এই বিক্ষোভে উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন নিয়ে জনমনে উদ্বেগকে কাজে লাগিয়ে ফার-রাইট গোষ্ঠীগুলো নিজেদের মতবাদ ছড়াচ্ছে। এ ধরনের আন্দোলন অস্ট্রেলিয়ার সামাজিক ঐক্যের জন্য হুমকি।