অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। ৩০ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে মেইটল্যান্ড রোডে একটি টয়োটা করোলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ২৩ বছর বয়সী মুহতাসিম কামাল চৌধুরী এবং ১৯ বছর বয়সী মোস্তফা কামাল চৌধুরী।
দুর্ঘটনার সময় গাড়িতে আরো দুইজন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন, যাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অপরজন সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
নিহত মুহতাসিম ও মোস্তফা নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তারা স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সক্রিয় সদস্য ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। গাড়ির গতি, চালকের নিয়ন্ত্রণ এবং রাস্তার অবস্থা; সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে এবং NSW Crime Stoppers ওয়েবসাইটে যোগাযোগ করতে বলেছে।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়েছে। নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটি (NBC) জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে।
এ ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের মধ্যে নিরাপত্তা ও সচেতনতার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুর্ঘটনায় নিহতদের স্মরণে কমিউনিটির পক্ষ থেকে শোকসভা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ওটিএন বাংলা অস্ট্রেলিয়া