Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভ্যাটমুক্ত কেনাকাটার সুযোগ পর্যটকদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৩

আমিরাতে ভ্যাটমুক্ত কেনাকাটার সুযোগ পর্যটকদের

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণরত পর্যটকদের জন্য রয়েছে ভ্যাট ফেরতের সুবিধা, যা তাদের কেনাকাটাকে আরো সাশ্রয়ী করে তুলছে। ২০১৮ সালে দেশটিতে ৫% ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) চালু হয় এবং এরপর চালু হয় সম্পূর্ণ ডিজিটাল ট্যাক্স ফ্রি সিস্টেম, যা পরিচালনা করছে প্ল্যানেট ট্যাক্স ফ্রি নামক প্রতিষ্ঠান।

পর্যটকদের এই সুবিধা পেতে হলে তাদের অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হওয়া যাবে না। বিমান বা জাহাজের কর্মীদের এই সুবিধা প্রযোজ্য নয়। শুধু প্ল্যানেটের সাথে নিবন্ধিত দোকান থেকে কেনাকাটা করলেই ভ্যাট ফেরতের জন্য যোগ্যতা অর্জন করা যায়।

একটি লেনদেনের ন্যূনতম মূল্য ২৫০ দিরহাম হতে হবে এবং কেনার সময় পর্যটককে তার পাসপোর্ট দোকানে দেখাতে হয়। দোকান সহকারী প্ল্যানেটের ডিজিটাল সিস্টেমে লেনদেন নিবন্ধন করে এবং রসিদে ট্যাক্স ফ্রি ট্যাগ যুক্ত করে দেয়।

ফেরতের জন্য যাত্রার আগে বিমানবন্দর বা সীমান্তে স্ব-সেবা কিয়স্কে যাচাই করতে হয়। সফল যাচাইয়ের পর ফেরত পাওয়া যায় প্রদত্ত ভ্যাটের ৮৭%, যার মধ্যে প্রতি লেনদেনে ৪.৮০ দিরহাম সেবা চার্জ কেটে নেওয়া হয়। ফেরত পাওয়া যায় নগদে, কার্ডে কিংবা উইচ্যাটের মাধ্যমে।

পর্যটকরা চাইলে প্ল্যানেট শপার্স পোর্টাল ব্যবহার করে রসিদ ছাড়াই তাদের লেনদেন অনলাইনে ট্র্যাক করতে পারেন এবং ডিজিটাল ইনভয়েসের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

এই সেবাটি আমিরাতে পর্যটকদের জন্য একটি কার্যকর ও সাশ্রয়ী কেনাকাটার পথ খুলে দিয়েছে, যা আন্তর্জাতিক পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo