Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের পর্যটনশিল্পে ব্যাপক উন্নতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৬

বাহরাইনের পর্যটনশিল্পে ব্যাপক উন্নতি

বাহরাইন এখন পর্যটন খাতে একটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফির বাহরাইন মেরিনা প্রকল্প পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন। প্রকল্পটির মূল লক্ষ্য বাহরাইনকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা।

মানামা শহরের পূর্ব উপকূলে অবস্থিত বাহরাইন মেরিনা প্রকল্পটি দেশের পর্যটনশিল্পে বিনিয়োগ এবং আধুনিকীকরণের প্রতীক। এখানে নির্মাণাধীন বিলাসবহুল আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও খুচরা দোকান এবং আকর্ষণীয় ইয়ট ক্লাব দেশি-বিদেশি পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

এই প্রকল্পটি বাহরাইনের ভিশন ২০৩০ অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার সঙ্গে সম্পর্কযুক্ত। টেকসই পর্যটন খাতের মাধ্যমে দেশের বহুমুখী রাজস্ব উৎস গড়ে তোলা এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। পর্যটনমন্ত্রী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার সময় বলেন, "বাহরাইন মেরিনা শুধু অবকাঠামো নয়, এটি বাহরাইনের সংস্কৃতি ও আধুনিকতা তুলে ধরার এক মঞ্চ।"

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাহরাইনকে উচ্চ আয়ের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে রূপান্তর করবে। মধ্যপ্রাচ্য অঞ্চলের পর্যটন প্রতিযোগিতায় বাহরাইন এভাবেই নিজের অবস্থান সুসংহত করছে।

এছাড়া প্রকল্পে অন্তর্ভুক্ত জলভিত্তিক কার্যক্রম বাহরাইনের সামুদ্রিক ঐতিহ্যকে তুলে ধরবে, যা বিদেশি পর্যটকদের কাছে দেশের একটি নতুন দিক উন্মোচিত করবে।

সব মিলিয়ে বাহরাইন এখন পর্যটনকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এই ধরনের মেগা-প্রকল্পগুলো দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তথ্যসূত্র: গালফ ডিজিটাল নিউজ অনলাইন

Logo