ট্রাম্পের অভিবাসন নীতির প্রভাব বয়স্কদের স্বাস্থ্যসেবায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:২৪

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিমালা, বিশেষ করে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের হোম হেলথকেয়ার খাতে গুরুতর প্রভাব ফেলতে পারে। এই খাতে অভিবাসী কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায়, তাদের সংখ্যা হ্রাস পেলে সেবা ব্যাহত হতে পারে এবং খরচ বৃদ্ধি পেতে পারে।
হোম হেলথকেয়ার খাতে অভিবাসীদের ভূমিকা
যুক্তরাষ্ট্রের হোম হেলথকেয়ার খাতে কর্মরতদের মধ্যে প্রায় ২৭% অভিবাসী, যাদের মধ্যে অনেকেই নিবন্ধিত নাগরিক, বৈধ অ-নাগরিক এবং অনিয়মিত অভিবাসী। এই কর্মীরা বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন সেবা প্রদান করে থাকেন।
অভিবাসন নীতিমালার প্রভাব
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিমালা, যেমন টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (TPS) বাতিল এবং আশ্রয়প্রার্থীদের উপর কঠোরতা, হোম হেলথকেয়ার খাতে কর্মী সংকট সৃষ্টি করতে পারে। এই সংকটের ফলে সেবার মান হ্রাস পেতে পারে এবং খরচ বৃদ্ধি পেতে পারে।
সিনিয়র সিটিজেনদের উপর প্রভাব
অভিবাসী কর্মীদের সংখ্যা হ্রাস পেলে সিনিয়র নাগরিকদের জন্য হোম হেলথকেয়ার সেবা পাওয়া কঠিন হতে পারে এবং খরচ বৃদ্ধি পেতে পারে। এছাড়া পরিবারগুলোকে নিজেরাই সেবা প্রদান করতে হতে পারে, যা তাদের আর্থিক ও মানসিক চাপ বাড়াতে পারে।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিমালা হোম হেলথকেয়ার খাতে কর্মী সংকট সৃষ্টি করতে পারে, যা সিনিয়র নাগরিকদের সেবা প্রাপ্তি ও খরচে প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় নীতিনির্ধারকদের অভিবাসন ও হেলথকেয়ার নীতিমালায় ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।
তথ্যসূত্র: কিপলিঙ্গার ডট কম