
আরবি ভাষার ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো। এই ভাষায়ই আছে পৃথিবীর সবচেয়ে বেশি শব্দ। আরবি ভাষার কদর আছে সারা বিশ্বে। আরব রাষ্ট্রগুলোর সঙ্গে পৃথিবীর প্রায় সব দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকায় আরবির গুরুত্ব ও তাৎপর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে আধুনিক যুগে।
বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের উদ্দে্শ্যে যান। তাদের জন্য আরবি ভাষায় দৈনন্দিন ব্যবহারের কিছু বাক্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একজন অভিবাসী কর্মীর আরবি ভাষায় যে বাক্যগুলো জানা বিশেষ জরুরি, তেমন ৬০টি বাক্য দেয়া হলো-
১. আসসালামু আলাইকুম- আসসালামু আলাইকুম
২. ওয়া আলাই কুমুসসালাম- ওয়া আলাই কুমুসসালাম
৩. এদিকে আসুন- তায়াল হেনা
৪. আপনার নাম কী?- মাইসমুক/ইসইসমুক?
৫. আমার নাম আবদুল্লাহ- ইসমি আবদুল্লাহ
৬. আপনি কেমন আছেন?- কাইফা হালুক
৭. আমি ভালো আছি- তাইয়্যিব
৮. আমার শরীর ভালো না- লাসতু বেখাইর
৯. আপনি কোথা হতে এসেছেন?- মিন আইনা জিইতা?
১০. আমি বাংলাদেশ হতে এসেছি- জিয়তু মিন বাংলাদেশ
১১. কী জন্য এসেছেন?- লিমা জিয়তা?
১২. বাড়ির কাজে এসেছি- জিয়তু লিল আমাআল বাইত
১৩. কোন কোম্পানিতে চাকরি করার জন্য এসেছেন?- ফি আআয়্যিতি শারিকাতি জিয়তা লিল আমালি
১৪. কোম্পানির নাম ......... ইসমুশ শারিকাহ ...........
১৫. কোম্পানির ঠিকানা কী?- মা হুয়া ওনওয়ানুশ শারিকাহ?
১৬. কোম্পানির ঠিকানা....- ওনওয়ানুশ শারিকাহ ......
১৭. কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসেছেন?- বিওয়াসিতাতি আইয়াতি ওয়াকালাতিল ইসতিকদাম জিয়তা?
১৮. রিক্রুটিং এজেন্সির নাম .... ইসমু ওয়াসিতিল ইসতিকদাম............
১৯. পাসপোর্ট ও টিকেট দেখান- হাতিল জাওয়ায ওয়াত তাযকিয়া।
২০. অনুগ্রহ পূর্বক একটু তাড়াতাড়ি- তায়াজ্জাল বিসামাহাতিকুম
২১. আমি সৌদি রিয়াল চাই- আগীর রিয়ালাস সাউদি।
২২. আপনি এখন যেতে পারেন- ফাদাল।
২৩. বের হওয়ার রাস্তা কোন দিকে?- আইনাল মাখরাজ।
২৪. বের হওয়ার রাস্তা এই দিকে- হাজা হুয়াল মাখরাজ।
২৫. মালপত্র গ্রহণের স্থান কোথায়?- আইনা মওদউ ইসতিলামিল হাকীবাহ ওয়াল আফাশাহ?
২৬. মালপত্র গ্রহণের স্থান এই দিকে- হাজা হুয়াল মাওদাউ লি ইসতিলামিল হাকিবাহ ওয়াল আফাশাহ।
২৭. আপনি কি এখানে এয়ারপোর্টে চাকরি করেন?- হাল আস্তা তাশতাগিলু ফি হাজাল মাত্বার।
২৮. হ্যাঁ, এখানে চাকরি করি- নায়াম আশতাগিলু ফি হাজাল মাত্বার।
২৯. নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি আমাকে গ্রহণের জন্য আসছে কি?- হাল জায়া মুমাচ্ছিলু ছাহিজাল আমাল?
৩০. ট্যাক্সিস্ট্যান্ড কোথায়?- আইনা মাওকাফুত তাকসি?
৩১. হে ট্যাক্সি চালক রিয়াদ যাবে কি?- ইয়া সায়িকাত তাকসি হাল তাজহাবু ইলার রিয়াদ?
৩২. রিয়াদ যাওয়ার ভাড়া কত?- কাম উজরাহ লির্রিয়াদ?
৩৩. ভাড়া ১০ রিয়াল- আশরাহ রিয়াল।
৩৪. আপনার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগে- কালামুকা আহসানু জিদ্দান লাদাইয়া।
৩৫. খাবার হোটেল কোথায়?- আইনাল মাতয়াম?
৩৬. আপনি কী খেতে পছন্দ করেন?- মাজা তুহিবু আন তাকুলা।
৩৭. আমি ভাত-মাছ খেতে পছন্দ করি- আনা উহিববুর রুজ্জা ওয়াসসামাক।
৩৮. আমার জ্বর হয়েছে- আছাবানিল হুম্মা।
৩৯. আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন- আলাইয়া আন আযহাবা ইলাতত্বাবিব।
৪০. আপনার আর কী কী অসুবিধা হয়?- আইয়াতু মুসকিলাতিল লাকা সিওয়া হাজা?
৪১. আমি রীতিমতো খেতে পারি না- লা আসতাতিউল আকলা মাওয়াযিবান।
৪২. আপনাকে অশেষ ধন্যবাদ- শুকরান জায়িলান।
৪৩. আবার আসবেন- জিয়ারাতিকুম মাররা ছানিয়া
৪৪. আমাকে সাহায্য করুন-- সাইদ নি।
৪৫. আমি বিপদে আছি- আনা ফি মুশকিলা।
৪৬. আমি কষ্টে আছি- আনা তাবান।
৪৭. টাকা- ফুলুস
৪৮. আমাকে বেতন দিন- আতিনি ফুলুস
৪৯. আমাকে পানি দাও- আতিনি মাই
৫০. আমি বিপদে নাই- মাফি মুশকিলা
৫১. এই লোকটি আমার মালিক কিনা?- হাদা কফিল?
৫২. আমি বাংলাদেশে ফোন করব- মামা, আনা আতিনি সুয়াই টেলিফোন বাংলাদেশ
৫৩. আমাকে বাবা ডাকছে- বাবা রিত আনা
৫৪. আমাকে ভাই ডাকছে- মামা, ইনতি ইবনে বাদিওলাত/ম্যাডাম খাইয়ে হকি মিশুম নিহা
৫৫. আমি হাসপাতালে যেতে চাই- আনা বাদিক রহে মুস্তাসফা
৫৬. আমি এটা খেতে পাচ্ছি না- আনা মাফিকি আক্কেল হায়দা
৫৭. আমি ভাত খেতে চাই- আনা বাদ্দিক রোজ
৫৮. আমি রুটি খেতে চাই না- আনা মাবাদ্দিক খবুজ
৫৯. এটার নাম কি?- সুইসমিক হাদা
৬০. যাও- রোহ / রোহে
তথ্যসূত্র: বাংলাদেশ-কোরিয়া ট্রেনিং সেন্টার