Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরানে স্ট্রবেরি উৎসব, আসছেন সারা বিশ্বের দর্শনার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:১৯

ইরানে স্ট্রবেরি উৎসব, আসছেন সারা বিশ্বের দর্শনার্থীরা

প্রতি বছরের মতো এবারো ইরানের মাজানদারান প্রদেশের বাহনেমির বাবোলসার শহরে উদযাপিত হতে যাচ্ছে স্ট্রবেরি উৎসবের। ১৭ এপ্রিল ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসবে স্ট্রবেরির ফসল কাটাকে উদযাপন এবং অঞ্চলের কৃষি-ভ্রমণ প্রমোট করতে অনুষ্ঠিত হয়। 

ইরানের মাজানদারান প্রদেশ স্ট্রবেরি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুর্দিস্তান প্রদেশের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এটি। এই প্রদেশের বার্ষিক স্ট্রবেরি ফেস্টিভ্যালটি কেবল কৃষিপণ্য প্রদর্শন করতে নয়, বরং পর্যটন শিল্পকে উৎসাহিত করে। এই উৎসব স্থানীয় অর্থনীতি এবং পর্যটন খাতে সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। 

উৎসবে অংশগ্রহণকারী পর্যটকদের জন্য স্থানীয় পর্যটন সুবিধা এবং সেবা প্রদানকারীদের তাদের অভিজ্ঞতা উন্নত করার জন্য বিশেষ প্রোগ্রাম আয়োজন করার আহ্বান জানানো হয়েছে। 

এটি একটি বড় সুযোগ, যেখানে স্থানীয় উদ্যোক্তা ও কৃষকরা তাদের পণ্য প্রদর্শন করতে পারবেন এবং দেশি-বিদেশি পর্যটকরা ইরানের প্রকৃতি এবং কৃষি উন্নয়ন সম্পর্কে আরো জানার সুযোগ পাবেন। 

তথ্যসূত্র: তেহরান টাইমস 

Logo